তোর জন্য
তোফায়েল আহমেদ টুটুল


তোকে খুঁজতে নিজেকেই হারালাম ষোলআনা,
অন্তর খাঁচায় পোষতে গিয়ে অপরুপ বদনখানা।
বিশ্বাসে বিচরণ করিতে দিয়েছি হৃদয় আঙ্গিণা,
ক্ষত বিক্ষত রক্তাক্ত প্রান্তর উষ্ণ মরু হল রচনা।।
সুন্দর বিরহ এখন ভালবাসার কলঙ্কের মালা,
আঁখি জলে দ্বীপ জ্বলা নিভে গেল নিশি বেলা।


না পুড়ালি চন্দণ অনলে না ভাসালি সাগর জলে,
বিরহ কুসুম মালা গেঁথেছি বসে একাকী নিরলে।।
না সাজালি প্রেমের কুঞ্জু না গড়ে সুখের বৃন্দাবন
না পরালি জয়ের রাজটিকা না দিলি মেখে চন্দণ।।
না বাধিলি স্বপ্নের বাসর স্বর্গ সুখের একটু আশায়,
বীনা আঘাতে কঠিন শাস্তি দিলি শুধু বিরহ ব্যথায়।।


হিয়ার মাঝে লুকিয়ে তোকে আঁখি নীড়ে যাই খুঁজি,
দৃষ্টি সীমার শেষ প্রান্তে দেখতে আবার চোখ বুঝি।
মিলন মেলায় বংশী বাজিয়ে মধুর সুরের খেলায়,
অন্তরের মিনতির ডাক তোর কর্ণে যদি পৌছায়।
বেলা অবেলায় পন্থ মাঝে গুল্মলতার পাত দিয়ে,
তোর জন্য মহল গড়ি আজো স্বপ্নে বিভোর হয়ে।।