তোর কারণে আমি
তোফায়েল আহমেদ টুটুল


থার্মোমিটার মুখের দেখি হাই কণ্ডিশন টেম্পারেচার,
প্রেমের জ্বর বুকের ভিতর জ্বলন্ত ইটের ভাটার।
মেপে দেখি উঠে গেছে একশত সাড়ে তিন চার,
সারাতে পারেনা এখন কোন কবিরাজ ডাক্তার।



রেড সীগন্যাল দেখিয়ে তুই থামিয়ে দিলি ব্র্যাক মেরে,
ভালোবাসার হর্ণ বাজিয়ে চলে এলি হৃদয় মোরে।
হলুদ বাতি জ্বালিয়ে দিয়ে অপেক্ষায় জনম ভরে,
গ্রীন সিগন্যাল দিসনি বলে ট্রাফিক জ্যাম গেল বেড়ে।


এক্সিডেন্টে এ্যম্বুলেন্সে কোমায় ভর্তি ইমারজেন্সী,
তোর দিলের হসপিটালের ওয়ার্ডে নেই ভ্যাকেন্সী।
সেন্সলেছ রোগীর সেবায় তোর নেই কোন প্রস্তুতি,
বাঁচা মরা তোর হাতে ডাক্তারের মিথ্যা প্রতিশ্রুতি।


অসুখ বিসুখ হয় যদি প্রেমের রোগে হার্ট এ্যাটাক,
ব্রেণ ক্যান্সারের যন্ত্রণাতে দিবানিশি হই হতবাক,
তোর নির্মম পাষণ্ডতায় জনসাধারণ হচ্চে অবাক,
তোর কারণে ভারসাম্যহী মানসিক রোগী নির্বাক।।