তওবার দরজা
তোফায়েল আহমেদ টুটুল


রোজ কিয়ামত হঠাৎ কখন ধ্বংস করবে জীবন,
কাঁদবে সবাই পেরেশান আজরাঈলের আগমন।
অজান্তে অনাকাঙ্খিত বাজবে যেদিন মরণ বীন,
উকিল মুক্তার ব্যারিষ্টার পারবেনা দিতে জামিন।
পথভ্রষ্ট হয়ে সর্বক্ষণ কুপথে করেছি শুধু গমন,
ঈমান আমলের নেই পুঁজি কলঙ্কিত জীবন তখন।
পাহাড় সমতুল্য গুনা সম্বল অবুঝ নাদান কমিন,
দিন থাকিতে সময়ের কাজ পালনে সকল মুমিন।


চিঠি পত্র আদান প্রদান হইবেনা যে জারি সমন,
ক্ষমা পেতে দয়াল মাওলার আসবেনা টেলিফোন।
নামাজ রোজা না শিখে তখন কেঁদে কি লাভ হবে,
সারাজীবন পাপের মাঝে অন্ধ হয়ে থাকলে ভবে।
পাপের সিন্ধু সাগরে সাঁতার দিলে আনন্দে ডুবে,
বাঁচার আশায় জগতে সাজিলে কেন রঙিন স্বাধে।
মরণের কথা যদি থাকত স্বরণ ভাবত সারাক্ষণ,
হেলায় খেলায় রঙ তামাশায় কাটাত কে জীবন।


মরণ যন্ত্রণা কালে তওবা করতে তুলিবে হাত,
মুক্তি মিলবেনা তখন ক্ষণস্থায়ী জীবন বরবাদ।
আল্লাহ বলবে ওরে বান্দা সময়কালে ছিলি অন্ধ,
কবুল করিতে ফরিয়াদ তওবার দরজা হল বন্ধ।
ধান্ধাবাজের ধোকায় পরে পাপ যত লক্ষ কোটি ,
রহমাতাল্লিল আলামিন তুমি ক্ষমা কর ভুল ত্রুটি।
রহিম রহমান প্রভু পরম মহিমাময় এখনো আছে,
তওবার দরজা খোলা ক্ষমা চাইতে মাওলার কাছে।