তোমার অস্থিত্ব
তোফায়েল আহমেদ টুটুল


নয়নে তোমার রুপ হেরিতে আকুল পিয়াসা,
পথভ্রষ্ট দিক বিদিক ছুঁটি অন্ধ আঁখিতে নেশা।
অদৃশ্য বন্ধনের বান মেরে করেছো শিকার,
মায়াজাল শিকল ছিন্ন করি সাধ্য কি আমার।
চোখের কোনে কাজল পড়ানো মহান কৃতিত্ব,
দৃষ্টি জুড়ে অনুসন্ধান কেবল তোমার অস্থিত্ব।


সবুজ শ্যামল বিশাল প্রান্তরে একাকী দাড়িয়ে,
বিশ্বাসের পবণে দিলাম আজ ভালবাসা ছড়িয়ে।
তোমার অন্তরের অতলে ডুবে গেলাম যেন হারিয়ে,
আপন করবে কি আমায় হৃদয়ের চাদরে জড়িয়ে।


দিগন্তের সীমায় ভাবি আকাশ ছুয়েছে মাটি,
প্রজাপতি ছুয়েছে ফুল বাগানে দেখছি হাটি।
পাহাড়ের ঝর্ণাধারা ছুটে চলছে নদীর বুকে,
সাগরের মোহনায় নদীর আলিঙ্গন মহাসুখে।
কত যুগ সাধনার ধ্যানে রয়েছি আরাধনায়,
তুমি আসবে ছুঁয়ে দিতে আমায় এই আশায়।


সুখ নাকি দুঃখ তুমি শান্তি উপলব্দি অনুভবের পরশ,
তপ্ত হৃদয় শীতল বরফ উত্তপ্ত মরু সাহারায় বরষ।
কোন মোকামে অপরুপ সাজনো তোমার উচ্চ আরশ,
পৃথিবীতে ছড়ায় নূরানী আলোয় চন্দ্র সূর্যের জৌলুস।


পুজা অর্চণায় মসজিদ মন্দিরে পার্থণায় হাত,
নামাজ রোজা সকল ইবাদতে এই মোনাজাত,
পবিত্র সত্তার মহাশক্তিশালী অসীম ক্ষমতার,
বিশ্ব ব্রহ্মান্ডের সুশৃঙ্খল পরিচালক করুণার।
অন্তরে প্রশান্তি বিরাজ করে নামের সুধা পানে,
তোমার অস্থিত্ব দর্শণে স্বার্থকতা পাব ক্ষুদ্র জীবনে।