তুমি আছ
তোফায়েল আহমেদ টুটুল


মাওলা তুমি অন্তরযামী স্বাক্ষী পাক কুরআন,
গড়িলে নর নারী জগতে আশরাফুল ইনসান।
নভোমন্ডল ভূমন্ডলে একজনি মালিক মহান,
ভিন্ন ভিন্ন শাস্ত্রতে বিভক্ত হিন্দু খৃষ্ট মুসলমান।
পরাক্রমশালী তুমি প্রভু সর্ব ক্ষমতা বলিয়ান,
প্রজ্ঞাময় মহাপরিচালক অসীম মেহেরবান।
অনন্ত অবিনম্বর আদি অনাদি রহিম রহমান,
তুমি আছ বলেই জীবনে পাই অধমে কল্যাণ।


হস্ত পদে চলার মহাশক্তি বিশ্ব জগত জুড়ে,
নিখিলে পরিচয় খুঁজি নিরকার রুপ কারে।
দিবা নিশি ভূবন ঘুরে কত পরিচয় নাম ধরে,
অবশেষে অস্তিত্বের সন্ধান পাই বুকের ঘরে।
তুমি যখন দাড়াও দয়াল এসে মনের দুয়ারে,
হৃদয় তখন ভরে উঠে শান্তি সুখের জোয়ারে।
দাওনা ধরা যাওনা দুরে তুমি কভু একা করে,
লুকিয়ে লুকিয়ে খেলা কর অন্তরে ও বাহিরে।


আত্মাতে বিরাজিত জড়িয়ে মধুর আলিঙ্গনে,
গোপন খেলায় অবিরত অশ্রু ঝরে দুইনয়নে।
শ্রবণ শক্তি শব্দ ধ্বনি আওয়াজ তুলে কানে,
নাসিকাতে ভিতর বাহির অহরহ মিশে প্রাণে।
মুখের বুলি ভাব প্রকাশে আনন্দ গানে গানে,
জীহ্বার স্বাধে ভিন্নতা পায় মিষ্টি মধুর ঘ্রাণে।
জ্ঞান বিজ্ঞানে যুক্তি মাঝে চাইনা শাস্ত্র বিধানে,
পাক পরোয়ার তুমি আছ বড় প্রমাণ এই মনে।