তুমিহীনা
তোফায়েল আহমেদ টুটু্ল


তোমাকে ছাড়া বাঁচবোনা
এ কথা কি বলা যায়?
তবুও বলি আমি তুমি হীনা
বেঁচে থাকা বড় দায়।


জীবনের গতি হয়নি অচল
অবিরাম মন্থর ঘুরে,
সময়ে অসময়ে অপেক্ষার
 চিতার দাহণ অন্তরে।


বিভ্রান্তির মুশকিল জটিলতা
পাইনা খুঁজে সমাধান,
ভাবনার তরঙ্গ স্রোতে ভেসে
অতলে ডুবে পরিত্রাণ।


সুখগুলো দানে উজার করে
দুঃখ কুঁড়াই দুইহাতে,
হাস্যজ্জোল বদন খানি যেন
হেরি দিবস রজণীতে।


প্রতি নিঃশ্বাসে স্পর্শ পেতে
অনুভবের বোধ শক্তি,
জয় পরাজয় বিভেদ ভুলে
দিদ্ধা দন্ধে চাই মুক্তি।


কেটে যাওয়া প্রহর গুলোর
অতীত স্মৃতির আনন্দ,
উদাস করে আগামীর স্বপ্ন
মলিনে কাব্যের ছন্দ।


হৃদয়ে সমস্ত আকাশ জুড়ে
বিরহের কালো মেঘ,
নয়নে বারি বর্ষণের ধারা
অত্রুর অতলে আবেগ।


তন্দ্রাহারা নিশি জাগরণে
দৃষ্টিতে পূর্ণিমার চাঁদ,
তোমায় দেখার মাঝে জানি
আমার বাঁচিবার স্বাধ।