তুমি কে
তোফায়েল আহমেদ টুটুল


তুমি কে পরিচয় কি পৃথিবীর বুকে,
আগে কি পরে কি হবে দেখ ভেবে,
প্রতিনিয়ত আসা যাওয়া নিত্য ভবে,
তুমি কে চিরকাল অমর যাবে থেকে।
  
তুমি কি নিয়ে এসেছ ধরণীর তরে,
যা হারিয়েছ মানুষের কল্যাণ মাঝে,
দিবা নিশি হয়রান মানিক রতন খুঁজে,
তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হল পরে।

তুমি যা কিছু নিয়েছো এখান থেকে,
পিত মাতা ভাই বোন আত্মীয় স্বজন,
ক্ষুধা তৃষ্ণা ভোগ বিলাস সকলি গ্রহণ,
তুমি যা দিয়েছো সব এখান থেকে।


আজ যা কিছু তোমার নিকট আছে,
অন্যকারো ছিলো সেগুলো গতকাল,
আবার নতুন কারো হবে আগামীকাল,
পরিবর্তন পৃথিবীর নিয়মে জীবন মিছে।