সুন্দর সৃজনে পাঠালে ভুবনে
শ্রেষ্ট আমি ইনসান
ও দয়াল
তুমি রহিম রহমান


তোমার নুরের রৌশনী দিলে
আমার নয়ন প্রদীপ জ্বলে
আলো আধার এই নিখিলে
দেখায় পথের সন্ধান


তোমার যাদুর মধুর বাঁশি
আমার মুখে কথার রাশি
দিবানিশি ফোটায় হাসি
জুড়ায় মন প্রান


তোমার ইচ্ছা করতে প্রকাশ
আমি হলাম জনমের দাশ
যেথায় রাখ সেথায়ই বাস
নেই কোন অভিমান


আমি তোমার খেলার পুতুল
ক্ষমা কর জীবনের ভুল
আকুল হয়ে কাঁদে টুটুল
গায় তোমারি শান