তুমি কার বুকে ঘুমাইয়া রইলারে বন্ধু
আমায় ফেলে একা
কানতে কানতে জনম গেল
পাইলাম নাতো দেখা রে বন্ধু
পাইলাম নাতো দেখা


বানাইয়া রঙিন মহল সাজাইলা অন্তর
নাচাইলা মাটির পুতুল জমাইলা আসর রে বন্ধু
জমাইলা আসর
দু:খ কষ্ট বুকের ভেতর
শান্তি সুখের ধোকা


জাগাইয়া চেতন শক্তি ভাবাইলা স্বাধীণ
পুড়াইলা ক্ষধা তৃষ্ণায় জ্বালাইলা কঠিন রে বন্ধু
জ্বালাইলা কঠিন
ভালো মন্দ হইল অচীন
পাপ পূণ্যে লেখা


দেখাইয়া জগত সংসার ঘুরাইলা পাগল
বাচাঁইলা স্বাদের জীবন চাওয়াইলা অটল রে বন্ধু
প্রাপ্তির সন্তুুষ্টি বিফল
টুটুলে হয় বোকা