আমার বুকের ভিতর প্রেম যমুনা
উতাল পাতাল ঢেউ
ভাসাইলাম জীবন তরী
মন মাঝি নাই কেউ
ও আমি উজান স্রোতে দিলাম সাঁতার
যৌবন জোয়ারে
অতলে ডুবিয়া মরি
সাগর গভীরে
কে আমায় করিবে উদ্ধার
ভালোবেসে এসে দিবে
প্রেম উপহার
জীবন মাঝি আমার
মনে মনে
মনে মনে প্রেম সাধনা
উদাস নদীর ঢেউ
ভাসাইলাম জীবন তরী
মন মাঝি নাই কেউ


জোয়ার ভাটা কত আসে
ভাসায় ডুবায়
শুকনো বালুচরে থমকে দাঁড়ায়
খুঁজি কুল কিনারা
এপারে ওপারে জীবন
ভাঙ্গা গড়া
আমি দিশেহারা
কত সুজন কত আপন সঙ্গী হলেও
ভাসাইলাম জীবন তরী
মন মাঝি নাই কেউ


মধুর বাঁশি দিবা নিশি
বাজাইলাম সুর
শান্তি সুখের দেশ খুঁজি কত দুর
কে জানে ঠিকানা
প্রতিদিন দেখা হয়
তবু অচেনা
আমি দিওয়ানা
টুটুলের জীবন গেল না এলেও
ভাসাইলাম জীবন তরী
মন মাঝি নাই কেউ