কখন কার কি হয় কেউ তো জানেনা
সময় বদলে যায় মানব জীবনে
নিয়তির পরিহাস কপালে থাকেনা
বিধাতার ন্যায় দন্ড সুন্দর ভূবনে
অপরাধে অনুতপ্ত বিবেক বিচারে
বার বার ভুল পথে অমানুষে চলে
আপন দোষ ত্রুটির ক্ষমা ভিক্ষা করে
পবিত্র হৃদয়ে পাপ ক্ষনিকের ভুলে


স্নেহের বাঁধন খোলে সম্পর্কের ছিন্ন
জগত জুড়ে মানুষ নারী ও পুরুষ
ধনী গরীব প্রার্থক্য জাতিতে অভিন্ন
স্থায়ীত্বের নিশ্চয়তা উম্মুক্ত মুখোশ
সকাল বিকাল সন্ধ্যা রাতের আধার
সময়ের গতি ধরে ভাগ্য বিধাতার