ভাবী
তোফায়েল আহমেদ টুটুল


ভাবী আমার লক্ষী বধু হাতের পরশে আছে যাদু,
রান্নার স্বাধে পাই যে মধু সসকল প্রশংসা কুড়ায় শুধু।
ভাবী আমার স্বরসতী দেবী,বিদ্যা বুদ্ধির জ্ঞানের চাবি,
পরিবারের সকলের দাবী,হাসি আনন্দে মিটায় সবি।


ভাবী আমার মহামায়া আদর স্নেহে শান্তির ছায়া,
শ্বশুড় শাশুড়ীর সেবা দেয়া দেবর ননদের দায়িত্ব নেয়া।
ভাবী আমার মায়ের সমান সংসারে দিল সুখের সন্ধান,
পরিবারের যত মঙ্গল কল্যাণ নিখিলে স্বর্গ রচনায় অবধান।


ভাবী তোমার চারিত্রিক স্বভাব থাকবে কেন গুণাবলীর অভাব,
মায়ার বাঁধনে আপন করার ভাব স্বামীর আদর্শ স্ত্রী হয়না জবাব।
ভাবীর পরশে প্রতিটা সংসার অভাব অনটনের কাটে আঁধার,
দয়ার মহীমা ত্যাগ তিতীক্ষার দায়িত্ব কর্তব্য পালনে অধিকার।


ভেবে দেখো ভাবী সুক্ষ জ্ঞানে সবাই হাসে সুখে তোমার কারণে,
হিংসা বিদ্বেষের ক্রোধানল মনে জয়ের মুকুট আসবে কি জীবনে?
সৌভাগ্যের সোনা রুপার চাবিকাঠি তোমার আঁচলে বাঁধা,
জয় পরাজয় সাফল্য পেতে যদি কর একবার ওয়াদা।