ভাগ্য আমার
তোফায়েল আহমেদ টুটুল


         মনটা আমার রাজার রাজা
ভাগ্যটা যে প্রজা,
            দুঃখ কষ্ট জীবনের বোঝা
বিধির দেয়া সাজা।
              সুখের ভিখারী সাজি ফকির
সদা থাকি অস্থির,
                ভাগ্য রেখা পাষাণ বিধির
হলেমনা যে আমির।


                মধুর হাসির বদলে কান্না
নয়নে অশ্রুধারা বন্যা,
                ভাগ্য কেবল করে প্রতারণা
কপালের লিখন খানা।
                সোনা কুড়াই মানিক রতন
মুষ্টিতে পাই লৌহের মতন,
                পাইনি খুঁজে কভু অমূল্য ধন
শূণ্য রইল স্বাধের জীবন।


               কপাল পোড়া অভাগা অভাগী
স্বার্থের সন্ধানে ত্যাগী,
                 পাপ পূণ্যের কেউ নেই ভাগী
দেখেনি বিবেক জাগী।
                  বৃথা অনুরাগী কঠিন ভক্ত
সাধন ভজনে চির মুক্ত,
                   কল্যাণে সফল বড় শক্ত
ভাগ্য আমার মহা শত্রু।