ভাল মানুষ
তোফায়েল আহমেদ টুটুল


ভাল মানুষের চারিত্রিক গুনাবলী,
সদা সত্য কথা বলে সত্য পথে চলি।
আপন স্বার্থ ত্যাগে মানব কল্যাণে,
ভাল মন্দ ভাবে যে জন দিব্য জ্ঞানে।


অর্জন বর্জনের নিত্য সাধন ভজন,
আচার ব্যবহার উকৃষ্ট নিত্য জীবন।
সততার আদর্শ যাহার চরিত্রের ভূষণ,
মিথ্যা প্রবঞ্চনা করে অনায়েসে বর্জন।


জাগ্রত বিবেকে জ্বালায় ন্যায়ের প্রদীপ,
অন্যায় কুপথে কভু হয় না সে পথিক।
অন্তরে পুষেনি হিংসা বিদ্বেষের অনল,
জীবন ব্রত পবিত্র হৃদয়ের প্রার্থণা সকল।


উপদেশের পরামর্শ মানুষের উপকারে
বিভেদ ভুলে দোষ ত্রুটি যিনি ক্ষমা করে।
প্রতিহিংসার প্রতিশোধে মহত্বের প্রকাশ,
ন্যায়পরায়ণে আপন অস্তিত্বের বিকাশ।


মিথ্যা বলা মহাপাপ বর্জনের সচেনতা,
আমানতের খেয়ানত সর্বদা সতর্কতা।
লোভ লালসা অন্তরে নেই আছে করুণা,
দয়ালু মহান জগতে ভাল মানুষ একজনা।