ভালবাসার প্রতিদান
তোফায়েল আহমেদ টুটুল


জানতাম যদি মন দিলে কাঁদিতে হয় একা,
পিরিতি শিখাইয়া বন্ধু নিজেই দেয় ধোকা।
জ্বালা শুধু দিতে জানে খেলা করে সর্বনাশা ,
মনে রেখ পৃথিবী অনন্তকাল প্রেম ভালবাসা।


নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে,
নিঃসঙ্গ একা আমি আজ নিজেকে হারিয়ে।
রজণী কত গভীর হয় নিদ্রা নেই দুই নয়নে,
পৃথিবীটা ভুলিয়ে উদিত রবি অতীত স্বরণে।


অনন্ত অপেক্ষায় কাতর পিপাসিত চাতক,
সুখের বৃষ্টির আশায় রচিত ধূসর নাটক।
অতৃপ্ত বাসনা চাওয়ার যত্নে দিলাম তুলে,
নিঃস্ব করে প্রতারণা গিয়েছে আমায় ভুলে।


ঘর ছেড়ে বাহিরে এলাম ছলনার ডাক শুনে,
পিছনে তাকায়নি কভু একবার ফিরে পানে।
মালার বদল কাঁটার ঘাঁয়ে জ্বালার অপমান,
নিভেছে জীবন প্রদীপ তবুও হয় না অবসান।


কলিজাতে হাজার দাগ দেহে ধরেছে গুন,
চিতার অনল বুকের মাঝে জ্বলছে দ্বিগুন।
কলঙ্কের বসন অঙ্গে নিন্দার কাঁটা রেশমে,
কষ্টের চাদর জড়িয়ে দুঃখের পালঙ্কে ঘুমে।


অতলে ডুবে জীবন তরী গভীর জলের নীচে,
সিন্ধু সাগর পাড়ি দিতে সাঁতার কাটে মিছে।
অশ্রুধারা স্রোতে ভেসে সুখের সরোবরে স্নান,
শুকনো মলিন স্মৃতিরা ভালবাসার প্রতিদান।