ভালবাসা আজ
কোফায়েল আহমেদ টুটুল


পাগলের প্রলাপ শুনি ভালবাসা আজ,
অবোধ প্রেমিক প্রেমিকা ভুলেছে লাজ,
দায়িত্ব কর্তব্য যত রেখে সকল কাজ,
আনন্দে উল্লাসে প্রকাশ অসভ্য সমাজ।


আদো লাজে আদো ভয়ে চুপি চুপি মনে,
অন্তরে কে কখন বসবাস করে গোপনে,
আপন প্রিয়জনের ডাক হৃদয়ে যদি শুনে,
প্রকাশের দিন ক্ষন নির্ধারণে কোন জনে?


ভালবাসা শুধু কি যুবক যুবতির জন্য?
কিশোর কিশোরী কি দিবস পালনে ধন্য?
কুমার কুমারীরা ভাবছে নিজেকে পণ্য,
সতীত্ব বিসর্জনে আজ ভালবাসা শূণ্য।


একক শতক সহস্র অযুত লক্ষ কোটি,
দিন মাস বছর ভালবাসার পথে হাটি,
দিন রজণী অষ্ট প্রহর দিয়েছি চির ছুঁটি,
হৃদয় নীড়ে বাঁচি অনন্ত বন্ধনের জুটি।


কামের রাজ্যে আজ বিচরণের সুপ্ত আশা,
ক্ষুধা তৃষ্ণা যত মিটাতে যৌবনের পিপাসা,
ভোগের সামগ্রী ক্রেতা বিক্রেতার তামাশা,
শরীর সপে দিয়ে পালিত বিশ্ব ভালবাসা!


ওরে নির্বোধ ভালবাসা অপবিত্র বস্তু নয়,
চরিত্রহীন লম্পট বুঝবে কি মর্ম এ বিষয়?
ভালবাসা আদান প্রদান হৃদয় থেকে হৃদয়,
অনন্ত মহাকালের স্মৃতি চিরঞ্জীব যেন রয়।।