বিশ্বাস ও ভালবাসা
তোফায়েল আহমেদ টুটুল


মানুষের সাথে মানুষের সম্পর্ক জন্ম জন্মান্তরের,
পরিবারের সম্পর্ক আত্নীয়তার সম্পর্ক গভীর হৃদয়ের।
মানুষের মধ্য আরো একটা সম্পর্ক হয় ভালবাসার,
মানুষকে আপন করে জেনে বুঝে চিনে
সম্মান মর্য্দার।


বিশ্বাসের সুঁতা একদিন ভালবাসা হয়ে সম্পর্ক গড়ে তুলে,
তাই পৃথিবীতে ভালবাসাকে মুণী ঋষী জ্ঞানী বড় বলে।
বিশ্বাসের জায়গাতে গিয়েই ভালবাসা পরাজিত হয়,
মানুষগুলো কষ্ট পায় দুঃখ পায় এমনকি জীবনও যায়।


সম্পর্কের মূল হল ভালবাসা ভালবাসার মূল হল বিশ্বাস,
যেখানে বিশ্বাস থাকবেনা সেখানেই ভালবাসার সর্বনাশ। 
ভালবাসার প্রতিদানে উপহার শ্রদ্ধা ভক্তি সম্মান মর্যাদা,
জীবন মরণ তুচ্ছ হৃদয়ের আরতি শুধু জনম জনম ওয়াদা।


বিশ্বাসই ভাবাসার শক্তি জীবন স্বার্থক করতে যথেষ্ট,
কথা কর্মে ব্যবহারে প্রকাশ চারিত্রিক গুণাবলী শ্রেষ্ট।
যার বিশ্বাস যত বেশি তার ভালবাসা তত বেশি গভীর,
সম্পর্কটা মৃত্যু পর্যন্ত বেঁধে রাখতে পারে আগ্রহ অধীর।।