ভালোবাসা ভুলোনা
তোফায়েল আহমেদ টুটুল


তুমি বিহীন কি আছে জীবন মম চিত্তে আপন,
এক পৃথিবী বুকের গহণ সাজানো অন্য ভূবন।
তোমার দর্শণে বৃদ্ধি পায় আয়ু চিরঞ্জীব আমি,
শূণ্যতার মাজে অস্থিত্ব বিহীন প্রিয় বিহনে তুমি।


হেরেছি যবে রুপের মাধুরী অপলক আঁখিযুগল,
চেনা অচেনা পরমাত্মীয় বিশ্বাসে অন্তরে দখল।
শয়নে সপনে ধ্যানে জাগরনে নাম ডাকি তোমার,
হতাশার অতলে হাবুডুবু বিচ্ছেদে ব্যথার পাহাড়।


চরণে তোমার অর্পণ মোর সাধনার পুষ্পাঞ্জলী,
আলো আঁধারে ছায়া সঙ্গী অনুসরনে নিত্য চলি।
অজানা পথে গন্তব্য ঠিক সুখের দ্বীপ অনুসন্ধান,
পরাজয় ভুলি আত্মশক্তি অর্জনে সর্বদা বলিয়ান।


নিহিত জানি মঙ্গল কল্যাণ সাফ্যলের জয়টিকা,
অভিশাপ যত আর্শিবাদ ভাবি দাও হে তুমি সখা।
অগ্রসর হয়ে পিছিয়ে আসি অভিমানের অভিযোগে,
ভুল বুঝে তুমি অপরাধী ভাব মিছে কোন অনুরাগে?


আমার ভালোবাসা তোমার প্রতি হৃদয়ের গভীরে,
দৃষ্টির আড়ালে যদিও তুমি রয়েছো বুকের কুটিরে।
হৃদয়ে অঙ্কন করে দিলাম প্রেম রেখা স্বপ্ন রাঙ্গানো,
ভুলে যেও মোরে প্রিয় ভালোবাসা ভুলনা কখনো।।