যে আমার নয় আমি তাকে কখনো বাঁধতে চাইনা
কিন্তু গড়তে চাই যতনে নিখুঁত ভাবে
সুন্দর পরিপাটি করে
আমার কাছে এটা ভালোবাসা
আসলে কি ভালোবাসা প্রেম এক নয়
ছোট্ট মানব জীবনে ভালোবাসা যায়
কিন্তু প্রেমকে হৃদয়ে ধারণ করা যায়না
জীবনে সবাইকে ভালোবাসতে হয়
সবার ভালোবাসা পাওয়ার অধিকার থাকতে হয়
নতুবা জীবন কখনো সুখের হয়না


যারা ভালোবাসাকে প্রেম মনে করে
তারা শুধু একটা দেহ পাওয়ার আশা করে
প্রেমের আলিঙ্গণে সুখ শান্তির পরশ খুজে
হয়তো তারা জানেনা দেহের আকর্ষণ ফুড়িয়ে যায়
একটা শরীর দিয়ে কখনো কোন মানুষকে বেঁধে রাখা যায়না
একটা শরীর না পেলে যখন বিরহে কাতর হয়
তখন তাকে আমরা বিশ্ব প্রেমিক আখ্যা দিয়ে থাকি
বিচ্ছেদের যন্ত্রণা বুকে নিয়ে তিলে তিলে নিজেকে শেষ করে দেয়া
শরীরের দাবীতে কাউকে দোষারোপ করা
মৃত্যুকে তারা কি দিয়ে ঠেকাবে


যারা ভালোবাসাকে প্রেম মনে করে
তারা খুব সহজেই মানুষকে ধোকা দিতে পারে
আমি প্রেমে বিশ্বাসী নই
নারী পুরুষের দেহ না হলে নাকি প্রেম হয়না
একটা দেহকে ভোগ করার জন্য
যত মিথ্যা প্রতারনার ফাঁদ তৈরি করতে হয়
যদি পাপের চিন্তায় মনে লোভের মন্ত্র পড়তে হয়
তবে সেটা প্রেম নয় কারন নিশ্চয় পবিত্রতা নষ্ট হয় তাতে
যৌনতার সাথে প্রেমের কোন সম্পর্ক নেই
তবে কেন প্রেমের নামে অবৈধ যৌনসুখের তৃপ্তি খুঁজা


নারী পুরুষের মিলনে বংশ বিস্তারের প্রক্রিয়া
প্রজন্মের পর প্রজন্ম জাতির অস্তিত্ব টিকে থাকা
এটা সৃষ্টিতে স্রষ্টার কলা কৌশল
নারী পুরুষকে আনন্দের মহাউৎসব করতে
যৌন শক্তি দেয়া হয়নি
তবুও মানুষ প্রেম ভালোবাসাকে পুজি করে
নারী পুরুষের মাঝে অবাধ মেলা মেশার সুযোগ খুজে
যৌনতার এই নোংরামি মানব চরিত্রকে নষ্ট করে
যা মানব জীবনের জন্য চরম ক্ষতিকর
প্রেম ভালোবাসা দিয়ে খুজতে হয় আপন প্রিয়জন


আমিও সেই ভালোবাসা খুজি
যে আমাকে যত্ন করে গড়ে তোলার শ্রম দিয়েছে
যার নিয়মিত পরিচর্যায় ছিল আমাকে রক্ষণাবেক্ষন
যার চিন্তা চেতনায় ছিল আমার মঙ্গল কল্যাণ
যার আর্শিবাদে আমি পেয়েছি মাথা উচু করার মর্যাদা
যে ভালোবাসা পাওয়ার জন্য আমি এতটা ব্যকুল ছিলাম
সে ভালোবাসা বিলিয়ে দিতে আমি বড় কৃপন কেন
আমার মিষ্টি মধুর সত্য কথা সুন্দর আচার ব্যবহার
প্রতিদিনের কাজকর্মে নেই কারো জন্য কোন দায়িত্ব বোধ
অধিকার আদায় করে কর্তব্য পালনে এতটাই অযোগ্য


ভালোবাসতে হবে ছোট বড় সবাইকে
ধনী গরীবের ভেদাবেদ ভুলে ধর্মের দেয়াল ভেঙ্গে
সৃষ্টির মাঝে শ্রেষ্টত্বের দাবীতে
বিশ্বাস ভক্তির মর্যাদা অক্ষুন্ন রেখে
মান ইজ্জত বাচিয়ে নিশ্চয়তার ভরসা দিতে
ভালোবাসতে হবে জীবনকে বুঝতে নিজেকে বুঝতে
কাউকে জোর পুর্বক নিজের পছন্দ চাপিয়ে দিতে নয়
আপন স্বার্থে সুন্দর ব্যবহারের মুখোশ পড়ে নয়
ত্যাগের মহীমায় নিজের ভোগের অধিকার ভুলতে
বিরক্তের বাহানা খুজে কোন সম্পর্ক ভাঙ্গতে নয় ।