ভালবাসার আত্মসমর্পণ
তোফায়েল আহমেদ টুটুল


জীবনের চারিদ্বারে শুকনো মলিন আশাগুলো,
ফুলে ভেবে কে ভুল করে যত্নে কুঁড়াতে এলো?
বিঁষাদের ভাঙ্গা বেণুবীণা পড়েছিল হৃদয় মাঝে,
কিসের লাগি তানপুরা নবীন সুরে উঠল বেজে?
প্রেমের ছন্দে মনান্দনে গান গাহিল আপন সুরে
কে আসিল প্রদীপ হাতে বুকের আঁধার কুটিরে?


কে গো তুমি অচেনা করুণ রাগে বাজাও হেথা,
ছন্দভরা সুরের পরশে জাগিয়ে দিলে সুপ্ত ব্যথা।
ভেঙ্গে দিলে মনের তালা নিমিষেই বীণার আঘাতে,
কেমনে খুলিলে রুদ্ধ দ্বার অমানিশার দুর্গম পথে।
মাধুরীর আবীর মেখে মধুর বসন্তের ফাগুন গানে,
সুরের মুর্ছনায় ঘুম পাড়িয়ে স্বপ্ন সাজাতে দুনয়নে।।


জানি না কেন আজি সুখের দোলা হৃদয়ে আমার?
আঁখি যুগলে অশ্রু প্লাবন ভাসাল অানন্দের জোয়ার।
কোথা ছিল এত ভাষা এত সুর এত প্রেম এত আশা,
বাজাও বীণা তুল ঝড় হৃদয় মোহনায় তরঙ্গ সর্বনাশা।
সৃষ্টি হোক বুকের অতলে মহাতান্ডবের অশান্ত প্রলয়,
ব্যথা বেদনার দুঃখ কষ্টের অবসাদ ঘুচাতে নব প্রণয়।


এসো সখী প্রিয়তমা মোর অমৃত সুধার পিয়ালা,
প্রেমের শরাব পান করিয়ে মিটাও তৃষ্ণার্ত জ্বালা।
ভেঙ্গে গড়ে নতুন করে যা খুশি তোমার অন্তরে,
অভিমানের জমানো আবেগ বিশ্বাসের শক্ত ডুরে।
অধিকারে ইচ্ছেমত অনায়েসে প্রবেশ করে জীবনে,
বাঁধিলে আপন করে আমায় বন্দি হব আত্মসমর্পণে।