ভালবাসার বাঁধন
তোফায়েল আহমেদ টুটুল


হৃদয়ের গভীরে কে?  বসত করে দিবানিশি,
অকারণে পাগল করে ভালবেসে হই উদাসী।
তাক দিন দিন তানা সারে গা মা পা দা নিসা,
হৃদ মহলে গুপ্তচোর অনায়েসে যাওয়া আসা।
দিবস রজণী একাকার প্রহরগুলো কাটেনা,
বিরহে করুণ রোধন সুর তোলে জীবন বীণা।


ভালবাসার পথ ধরে বুকের মাঝে ছোট্ট নীড়ে,
ইচ্ছেরা দিচ্ছে তাড়া ডাকছে কেবল চুপিসারে।
স্বপ্নগুলো অজান্তে আবেগের রঙে অনুভবে,
আকাশের প্রান্ত ছুঁয়ে দিগন্ত জুড়ে নীলে ডুবে।
সুখের পায়রা অন্তরে বন্ধি করে যতনে পুষি,
প্রেমের কাননে কুসুমকলি ফুটিল রঙিণ হাসি।


নিঃসঙ্গতা থাকছে ঘিরে হারিয়েছি শুধু নিজে,
অচীন দেশে রাজকুমারী কোথায় পাব খুজে।
সোনা রুপার যাদুর কাঠির পরশ পেলে মনে,
পাতাল পুরীর অপ্সরী হৃদ মহলের সিংহাসনে।
প্রেমের আঁচলে জড়িয়ে জীবন মরণে আপন,
বিশ্বাসের শক্ত শিকলে হবে ভালবাসার বাঁধন।