ভালবাসার কাব্য কথা
তোফায়েল আহমেদ টুটুল


মনের বাগান থেকে কথার মুকুল,
ভালবাসার রাঙ্গানো ফুটন্ত ফুল,
ঘ্রাণ নিতে দুজনে হয়েছি ব্যাকুল,
কাব্য রচনা ছিল কল্পনার ভুল।।।


হৃদয়ের জমিয়ে রাখা কথার কলি,
ভালবাসার ফুল ফুটে গোলাপ বেলী,
শব্দ ভান্ডারে ডুবে শব্দ খুঁজে চলি,
অপূর্ব বাক্যে গড়ে কাব্য কথা বলি।।


কাব্য রসে সিক্ত করে পাঠক হৃদয়,
শ্রদ্ধা সম্মানে বাঁধি ভালবাসার প্রণয়,
কবির গভিরে যত কথা লুকায়িত রয়,
অতলে ডুবে খুঁজে পাঠকের হৃদয়।।


নাম যশ খ্যাতি কুড়ায় আঁচল ভরে কবি,
মহৎ হৃদয়ের অধিকারী পাঠকের দাবী,
আবোল তাবোল লেখা লেখি জানি সবি,
বিচার বিবেচনায় উদিত জ্ঞানের রবি।।


কাব্য রসে সিক্ত পাঠকের তৃষ্ণার্ত হৃদয়,
কবি লেখককে প্রেমাস্পদ ভাবে নিশ্চয়,
কাব্যে অভিব্যক্ত কবির রচনার বিষয়,
পাঠকের জীবন বৃত্তান্ত অমর অক্ষয়।।।