ভালোবাসার নবরুপ
তোফায়েল আহমেদ টুটু্ল


ভালোবাসার রচনা জীবনের খাতায়,
প্রতিদিন লিখেছি মনের রঙ্গিন পাতায়,
দুটি চোখের তারাতে দৃষ্টির সীমানায়,
দেখা তবুও বাকি খুঁজি হৃদয় আঙ্গিনায়।


বিশ্বাসের বাঁধন টুঁটে পারিনা দূরে যেতে,
দিবানিশি অন্তরে লুকোচুরি খেলায় মেতে,
শয়ণে স্বপণে জীবনে মরণে কান্না হাসিতে,
জনম জনম যুগ যুগান্ত কাল সাধ বাঁচিতে।


প্রাণের প্রদীপ জ্বেলে পাশে চায় সারাক্ষণ,
স্বর্গ সুখের শান্তির মহল গড়ে বুকের গহণ,
ছায়া কায়া অরুপ স্বরুপ অস্থিত্বের আলিঙ্গণ,
জীবনের গতি সঞ্চালনে নিঃশ্বাসে বিচরণ।


চিরসবুজ শ্যামল প্রশান্তির শীতল ছায়া,
শোভণীয় হৃদয়ে পরিপূর্ণ আদর স্নেহ মায়া,
আঁচল পেতে শুধু জীবনের চাওয়া পাওয়া,
আবেগ অনুভূতির চির নতুন গান গাওয়া।


ভালোবাসা কখনো হয়নাতো পুরোনো,
নিত্য নতুন আশার স্বপ্নেরা সাজানো,
যত পাওয়া তত চাওযা শেষ নেই যেনো,
মন বলে আরো ভালো বাসিনা কেনো?