ভালবাসার স্বাক্ষী প্রকৃতি
তোফায়েল আহমেদ টুটুল


স্বাক্ষী আকাশ স্বাক্ষী বাতাস স্বাক্ষী নদীর কূল,
তরু লতা স্বাক্ষী আমার স্বাক্ষী আরো জবা ফুল।
কলমী লতা স্বাক্ষী হল হেলে দোলে আসার পথে,
জুঁই চামেলি গোলাপ বেলি রজণীগন্ধা ফূলের সাথে।
মধুর মাধবী রাতে প্রিয়ার খোপা বাঁধা কালো চুল,
গুজে ছিল রক্ত জবা ফুল কানে ছিল জবার দুল ।


জোনাক পোকা মিটি মিটি তারার মেলার সনে,
তুলসী তলায় প্রিদীপ জ্বলে আধাঁর সন্ধ্যা ক্ষণে।
বেলা শেষে নীড়ে ফেরা নীল আকাশের পাখি,
কিঁচির মিচির মিষ্টি মধুর শব্দে স্বাক্ষী হল ডাকি।
নদীর ধারের কাঁশবনে লুকিয়ে থাকা বকের সারি,
ভালবাসার কলরবে মুখোরিত নিরব নিস্তব্দতা ছাড়ি।


ফাগুনের শিমুল বনে বসন্তের কোকিলের গান,
আম্রবনে মুকুল শাঁঁখায় অলির গুঞ্জন মধুর সন্ধান।
বায়ুর পরশ পত্র পল্লবী আনন্দের দোলনা দোলে,
রংতুলিতে হৃদয় আমার রঙধনুর সীমানায় মিলে।
শীতল ছায়া সবুজ মাঠে বিছিয়ে দিল মায়ার আঁচল,
ভালবাসার রঙিন মেলায় স্বাক্ষী হল প্রকৃতি সকল।