ভালবাসি বলে
তোফায়েল আহমেদ টুটুল


তুমি ভূল করেও, ভূল করোনি,
তোমার ভুলের অপরাধী আমি
পথ দেখিয়ে কভু পাশে হাটনি,
এখন একলা হাটি ক্লান্ত আমি।
যে পথে রোজ দুজনার হত দেখা,
সে পথে আজ আমি দাড়িয়ে একা।
ভাসবাসার জন্য এলৈ জীবনের সাথে,
তুমি হাটলে অন্য পথে অজানা রথে
সুখের সন্ধানে ছুটে দিগন্তের সীমান্তে,
আজ আমি শুধু থাকি অপেক্ষাতে।


তোমায় ধরে রাখতে চাইনি বলে,
যত দুরে যেতে ইচ্ছে হয় যাও,
হবনা বাঁধা তোমার চলার পথেে,
যাবেনা তবুও হৃদয় কখনো ভুলে।
ছলনার প্রেমে যদি ডুব সিন্ধু সাগরে,
সুখ শেষে জীবনে দুঃখ এলে ফিরে ।
সুখের দিনগুলি কভু ফুড়িয়ে গেলে,
পাশে যদি না থাকে কেউ হাত ধরে,
দুচোখে নিরবে যদি দুঃখে অশ্রু ঝরে,
বিশ্বাস কর থাকব আমি ভালবাসি বলে।