ভানুমতির খেল
তোফায়েল আহমেদ টুটুল


আমি নাকি ইচড়ে পাকা আকাশ কুসুম চিন্তা করি,
রাঘব বোয়াল কত দেখি করছে যারা পুকুর চুরি।
ঝোপ বুঝে কুপ মারে দা কুমড়ার সম্পর্কে আড়ি,
শাক দিয়ে মাছ ঢেকে চাঁদের পাহাড় দিল পাড়ি।


নকুল কুমার অকাল কুষ্মাণ্ড সংসারে কুলুর বলদ,
পটল তোলছে বাপ তাহার এটাই ছিল গোরায় গলদ,
চাচা জ্যাঠা নাছড়বান্দা কড়ায় গণ্ডায় ভাগের সম্পদ,
আদায় কাঁচকলায় উত্তম মধ্যম নুকুলের বিপদ।


খাল কেটে কুমির আনায় গরু মেরে জুতা দান,
গাছে কাঁঠাল গোঁফে তেল উলু বনে মুক্তা ছড়ান।
বজ্র আটনি ফসকা গেরো ধরাকে করে সরা জ্ঞান,
এক ক্ষুরে মাথা মুড়িয়ে জানি মই দিল পাকা ধান।


তিলকে তাল করে নাটের গুরু সাজিল বেজা বিড়াল,
ষোল কলা পূর্ণ করে পেয়েছে হরি ঘোসের গোয়াল।
জোর যার মুল্লুক তার আঙ্গুল ফুলে কলাগাছ,
যক্ষের ধন তাসের ঘর হাটে হাড়ি ভেঙ্গে সর্বনাশ।।


শকুনি মামা শাঁখের করাত গাছে তোলে মই কাড়ে,
কান ভাঙ্গানো তার কাজ খয়ের খাঁ কচুকাটা করে।
এক মাঘে শীত যায়না জিলাপির প্যাচ কেন অন্তরে,
সবুরে মেওয়া ফলে দেখবি ভানুমতির খেল পরে।