ভিখারী
তোফায়েল আহমেদ টুটুল


জীবনে আমি তোমার নিকট দয়ার ভিখারী,
রহমত বরকত দাওগো ভিক্ষার ঝোলা ভরি।
শূণ্য হাতে দাড়িয়েছি দয়াল দুয়ারে তোমার,
কৃপার দৃষ্টি চাইগো শুধু কাঙ্গালের উপহার।
অসীম মহান তুমি পরম করুণাময় জগতে,
কবুল কর এই মিনতি রাখিওনা অপেক্ষাতে।


পুড়াইয়া পাপী দেহ খাঁটি করে দাও হে প্রভু,
কুমন্ত্রণায় পথভ্রষ্ট পথের পথিক করনা কভু।
সরল সঠিক পূণ্যের পথে তোমার প্রিয়জন,
সোজা রাস্তায় সর্বদা আমাকে করাও গমণ।অকল্যাণের রুদ্ধ পথে যেথা চির অভিশাপ,
ভুল ভ্রান্তির অপরাধের আসামীর অনুতাপ।


বানাইয়া রঙ মহল আনন্দে বসতি তোমার,
অধম ভিখারীকে তুমি রাখিয়াছ যে অনাহার।
তোমার নিকটেই রয়েছে কাউসারের নহর,
জান্নাতি হুর গেলমান আছে করিতে আদর।
মধু আর চিনি আছে পিপাসা মিটাতে শরাবে,
একটু হও অগ্রসর আমায় তুমি আপন ভেবে।


একমাত্র মালিক মহাজন তুমি কোটিপতি,
ভিক্ষা চাইলে কওনা কথা এই কেমন নীতি?
কাতর অভাগাকে ভিক্ষা দিয়ে কর উদ্ধার,
ক্ষুধায় ভিখারী মরলে কলঙ্ক বল হবে কার?
আল কুরআনে প্রমাণ আছে কেউ নয় পর,
নিষ্ঠুর পাষাণীর মত নিলেনা ভিখারীর খবর।