ভিক্ষার উপহার
তোফায়েল আহমেদ টুটুল


কৃপণের দ্বারে করুণা পাওয়া অসম্ভব কল্পনা,
ধনের মালিক মহাধনী সম্পদের মোহে কানা।
উদার হৃদয়ে মহান ব্যক্তি আত্মসম্মান বুঝেনা
আগলে বুকে যজ্ঞের ধন তৃষ্ণা কভু মিটেনা।


দারিদ্রতায় লজ্জা কি তবে মাথা উঁচু রাখিস,
সুখের সাথী বিমুখ হলে ধৈর্য্য ধারণ করিস।
মনোবল সঞ্চয়ে কেবল প্রতিরোধে অভাব,
মাথার উপর বজ্রপাতে ঠিক রাখিস স্বভাব।।


স্বার্থ বঞ্চিত পরের কল্যান আত্মতৃপ্তি খুঁজে,
মঙ্গলের দ্বীপ জ্বালিয়ে পুড়িস দুচোখ বুঝে।
পৃথিবীর জঞ্জাল সরিয়ে নব রুপে সাজাতে,
ব্যথা বেদনার অতৃপ্ত বাসনার গ্লানি দূরেতে।


অপেক্ষার বিষাক্ত তীর হৃদয়ে বিধে ক্ষত বিক্ষত,
বিশ্বাসের মলম দিয়ে ঘা শুকানোর চেষ্টা অবিরত।
আমি যে প্রজ্জোলিত দীপ তবুও কাটেনা আঁধার,
তিরস্কারের কথার মুকুল পড়েছি কলঙ্কের হার।।


ভিখারী হাত বাড়িয়ে দয়া ভিক্ষা চাইছি যাহার,
শূণ্য আমি রিক্ত জানি সাধ্য কি আছে দেবার।
করুণার দৃষ্টি যদি আমার দিকে থাকত কৃপার,
মহাধনে ধনী হইতাম ভিক্ষা নয় দিতাম উপহার।।