ভিন্ন হৃদয়ে
তোফায়েল আহমেদ টুটুল


মোল্লা পুরোহিত পাদ্রীর বিধানে সমাজে দন্ধ,
হৃদয় আমার কুলষিত বিবেক বিসর্জনে অন্ধ।
নামাজ রোজা পূজা অর্চণা আয়োজনে আশা,
দোযখের ভয়ে বেহেস্তে বাঁধিতে সুখের বাসা।
কাবা মন্দির গীর্জায় আরাধনাতে তুলে হাত,
কি চাহিতে কি পাইতে করিলে মোনাজাত।
মসজিদ মন্দির গীর্জা যদি না থাকে হৃদয়ে,
বাঞ্চা কি পূর্ণ হবে ইচ্ছেমত প্রভুকে সাজিয়ে।


বেদ বিধির পথ অন্ধ শাস্ত্র বুঝেনা ভাল মন্দ,
পরম দয়ালু মালিক কি ভজনে পায় আনন্দ।
কোন মোকামে থাকে বদ্ধ কি হয় প্রিয় খাদ্য,
হৃদয়ে উপস্থিতিতে মধুর সুরে বাজবে বাদ্য।


মানুষ আদম সন্তান জানি সৃষ্টি একজনার,
তবে কেন ভিন্ন ভাগ এ কেমন বেদ বিচার।
মন মন্দিরে আরাধনা পুজা পরম বিধাতার,
মসজিদে নামাজে দাড়াই আল্লাহু আকবার।
উপাসনার কত আয়োজন গীর্জা প্যগোডায়,
সিজদাতে লুটাইয়ে পড়ি বল কোন কাবায়।
আল্লাহ ঈশ্বর হরি প্রভু ভগবান কত পরিচয়ে,
অবিনশ্বর সর্বশক্তিমান এক স্রষ্টা ভিন্ন হৃদয়ে ।