ভরের খেলাঘরে
জীবন বাজী ধরে
খেলায় হেরে পেরেশান


ছিল আমার শিশুকাল
জীবন কাটাই নির্ভেজাল
যৌবন বেসামাল হুশিয়ার সাবধান
এখন বয়স বৃদ্ধকাল
হয়ে পথের কাঙ্গাল
কাটাতে মায়াজাল আঘাত অপমান


যা কিছু ছিল আমার
করেছি তার ব্যবহার
সকলে চায় অধিকার সমানে সমান
ভাই বন্ধু আত্মীয় ম্বজন
বিরোধী দল খেলায় এখন
পিতা মাতা স্ত্রী সন্তান ধরে শ্লোগান


করেছি বরন পোষণ
দায়িত্ব কর্তব্য পালন
পরিশ্রমের উপার্জন মঙ্গল কল্যাণ
নাম যশ সুনাম খ্যাতি
ধন সম্পদের হয় উন্নতি
টুটুলের এই দুর্গতি বাঁচেনা প্রাণ