ভুলের অপরাধী
তোফায়েল আহমেদ টুটুল


সুন্দর অবয়বে মাটির আদম করিলেন সৃজন,
আপন রুপ সুরুত প্রকাশিতে স্রষ্টার আয়োজন।
সৃষ্টি করে স্বর্গ সুখের জান্নাতে রাখলেন আদম,
নিষেধাজ্ঞা জারী করলেন পানাহার নয় গন্ধম।
রহস্যের কুদরতে আদমের সঙ্গী করলেন হাওয়া,
গন্ধমকে আদেশ দিলেন আদমকে দিতে ধাওয়া।
স্রষ্টার হুকুম মানিবে নিশ্চয় আছে যত সৃষ্টি সৃজন,
আজাযিল ফেরেস্তাকে কুমন্ত্রণায় কে যোগাল ইন্ধন।
অহংকারে অবহেলায় আল্লাহর হুকুমের অমর্যাদা,
হুকুম পালনে সকল সৃষ্টি দিল আদমকে সেজদা।


আযাযিলের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে রহিম রহমান,
অভিশপ্ত লানতে নতুন পরিচয় ইবলিশ শয়তান।
বিতারিত জান্নাত থেকে চিরতরে গজবের জীবন,
প্রভুরর সাথে চ্যালেঞ্জে আদমকে শত্রু রুপে গ্রহন।
গন্ধমের লোভ দেখিয়ে হাওয়া বিবিকে দিল ধোকা,
মাওলার অবাদ্য আদম শয়তানের চাতুরীতে বোকা।
আদম হাওয়া দুইজন মিলে খেয়েছে গন্ধমের ফল,
ইবলিশের ক্ষমতা শক্তির প্রথমবার প্রমাণীত সফল।
আদম হাওয়ার ভুল অপরাধে ভিষণ নারাজ পরোয়ার,
স্বর্গ থেকে পাঠিয়ে দিল পৃথিবীর বুকে করতে সংসার।


শয়তান হল আদম শত্রু অনিষ্ট করবে কেয়ামত পর্যন্ত,
কুমন্ত্রণায় ইনসানকে বিপথে করে অবশেষে হয় ক্ষান্ত।
আশরাফুল মাখলুকাত সৃষ্টি ইনসান করলেন ঘোষণা,
শয়তানের সাথে দুশমনি প্রতিপক্ষ কিন্তু দয়াল রাব্বানা।
আপন ইচ্ছায় সৃষ্টি জগত করলেন সৃজন সর্বশক্তিমান,
স্রষ্টা ও শয়তানের খেলার মাঠে বল হয়েছে ইনসান
আমার কোন ক্ষমতা নেই প্রভু যদি না হয় দয়াবান।
আমলনামায় পাপ পূণ্য হিসাবে সৃষ্টিকর্তার অভিমান,
পরম করুণাময় রহমত দানে ক্ষমাতে প্রভু হও মহান।
সহজ সরল পথ দেখিয়ে ভুল ভ্রান্তি যত কর অবসান।