বিশ্ব ভূবনে বসিয়ে মনের আয়োজন,
সওদাগরে করেছে হরেক রকম সৃজন,
জগত হাটে ইচ্ছে মত খরিদের মুলধন,
সওদা করে নিতে হতে অমূল্য রতন।


ছায়াবাজী পুতুল রুপে বানিয়ে মানুষ,
খেলেছে এক মহাজনে হইয়া বেহুশ,
যেমনে নাচায় তেমনি নাচের ফানুস,
ভুল ত্রুটির অপরাধ যত পুতুলের দোষ।


দমের কারিগরের সৃষ্টি আজব পদ্ধতি,
মাটির খাঁচায় দমের পাখি করে বসতি,
বুকের ভিতর যত্নে গড়ে স্বাধের পিরিতি,
সুখ দুঃখ ব্যথা বেদনা আনন্দ অনুভুতি।


ভবের এই খেলাঘরে কত রঙ তামাশা,
পুতুল খেলা নাট্য মঞ্চে কান্না আর হাসা,
অভিনয়ের জন্য সাজানো যাওয়া আসা,
এক নিঃশ্বাসের নাই কোন বাঁচার ভরসা।