ভুল না ভালবাসার ফুল
তোফায়েল আহমেদ টুটুল


বার বার হৃদয়ের দুয়ারে করেছো আঘাত,
কপাট খোলে দেখি পরিচয় তার অজ্ঞাত।
চায়না কিছু ছাড়েনা পিছু দেয়না উজারে,
জীবন আমার রাঙাতে রঙধনুর আবিরে।।


বসন্তের ফাগুন সন্ধ্যায় শেফালীর বনে,
চুপি চুপি পদার্পণে বিচরণ করেছো মনে।
গীষ্মের দাবানলে উত্তপ্ত প্রখর রৌদ্রবেলা,
দখীণা পবন হৃদয়ে দিয়েছো সুখের দোলা।।


বর্ষার শ্রাবণঘন অন্ধকারে বাতায়ন খোলে,
বৃষ্টির ছন্দে কর্ণে প্রবেশ করেছো সুর তোলে।
শরতের কাশবনে আকাশের সাদা মেঘগুলো,
নদীর ধার সবুজ প্রান্তর ছেড়ে বুকে লুকালো।


হেমন্তের আগমনে নব আনন্দ আপন চিত্তে,
আত্মার মাঝে দীপ জ্বালিয়েছ নিত্য নৈমিত্তে।
শীতের কনকনে ঠাণ্ডা শরীরে উষ্ণতার চাদর,
জড়িয়ে ধরে ছুয়ে দিয়েছিলে বুকের পাঁজর।।


জানে ফুল জানে পাখি জানে প্রকৃতি সকল,
বারবার তুমি অন্তরে গড়েছ ভালবাসার মহল।
আসনি নিয়ে হাতে জুুঁই চামেলী গোলাপ বকুল,
হাসনা হেনা রজণী গন্ধার সুভাষ নিতে করেছি ভুল।