আমি ছিলাম লম্পট দু:শ্চরিত্রের
তোর চোখে পৃথিবীর বুকে
সবথেকে নিকৃষ্ট মানুষ
ঘৃন্য জগন্য অপকর্মে লিপ্ত হয়ে
সমস্ত কলঙ্ক মাথায় নিতে
ভালোবাসাটাই দোষ


আমি মানুষও খুন করতে পারি
হাসতে হাসতে মরতে পারি
তোকে নিরাপদ রাখতে
আমি আগুনেও ঝাপ দিতে পারি
সাগরের অতলে ডুবতে পারি
তোকে বিপদমুক্ত করতে


আমার প্রেমের সাজানো আরতি
ভক্তি পুজায় অর্পন করাও
তোর কাছে ছিল ভুল
সন্তুষ্টি চিত্তে কখনো হয়নি গ্রহন
দোষ ত্রুটি খুঁজে বের করে
বাজালি কলঙ্কের ঢোল


নিত্য অবহেলায় আর অবজ্ঞার
চরম অপমানেরই আঘাতে
তোর প্রতিশোধের নেশা
অমানসিক যন্ত্রনার মাঝে আমি
দ্বিদ্ধা দ্বন্দের মাঝে ভোগেই
পাপের মাঝে খুঁজি আশা


দোষ দিব না আর কোনদিন তোকে
অনেক খারাপ মন্দ মানুষ আমি
মাথা পেতে নিলাম অপরাধ
ভুলে থাকিস এই জীব জানোয়ারকে
দাফন করেছিস আমাকে তুই
জাগেনা যেন দেখার স্বাদ