শিরোনাম- একজন নজরুল স্যার
কথায়- মো: তাওহীদুল ইসলাম তুহিন (তুহিন স্যার)


সুবিস্তৃত এই বিশাল নীলাকার আকাশ,
আর বিশাল এই ভূমিতে এক টুকরো বাংলাদেশ।
গ্লোভে মসুর দানা মনে হলেও
আয়তনে একেবারেই ক্ষুদ্র নয়


বিশাল এই আকাশের নিচে
না-চাইলেও ক্ষনে ক্ষনে নতুনত্বের পরিচয় হয়
পরিচিত হই নতুন মুখের সঙ্গে
যেমনি ভাবে নতুন এক মুখ নজরুল স্যার।


না, না, স্যারকে নিয়ে একেবারেই বলার কিছু নেই,
সদা হাস্যোজ্জল চেহারার সাদামাটা একজন মানুষ আমাদের নজরুল স্যার।
২৮ এর গন্ডি না পেরোলেও
টাক পড়া মাথা আর ব্যাচেলর মেসে-
খেয়ে না খেয়ে থাকা নজরুল স্যারকে একটু বয়স্কই মনে হয়।
তবে কি, গানের গলায় চুম্বকীয় আকর্ষণ তার
চোখ বুজে, গলা ছেড়ে যখন নাশিদে টান দেন-
তখন যেনো সময় থমকে যায়!


এইতো, এইতো কিয়ৎক্ষণ পূর্বে-
আমি, মাসুদস্যার আর আলম ভাই হঠাৎই তার মেসে,
লুঙ্গি পরিহিত, আদুল গায়ে থাকা নজরুল স্যার
একগাল হেসে সাদরে গ্রহন করলেন আমাদের।


কিছু বোঝার আগেই এত্তোগুলো এন্ড্রয়েডের ফ্লাস তার চোখে মুখে,
সত্যিকারার্থেই বুঝতে পারছিলেন না কিছু
কি হচ্ছে, কি হচ্ছে?
ভাবুক হৃদয় নাশিদ শিল্পীর মনে....
(সংক্ষেপিত)