নীরব হাসিতে একাই হাসি,
অজান্তেই স্বপ্নের খেয়া ভাসাই,
ভেসে  বেড়াই উত্তাল ঢেউয়ে।


নীল রঙ্গা জল -মেঘ ভাঙ্গা রোদ
চক চকে আকাশ,
গেয়ে চলে আপন সুরে
জল ছল ছল,
নির্মল বাতাস উত্তাল সমুদ্রে।  


একাই হাত বাড়াই,
আপন মনে আকাশ ছুঁই, জল ছুঁই,
আবার আপন পৃথিবীতে ফিরে আসি একা একাই,


স্বপ্নের ঘুরে সবই আসে শুধু আসিস না তুই।
আসেনা তোর মায়াবী  চোখে-
ভুবনবিজয়ী মোনালিসার হাসি,
আঁধারে ঢাকে বুক,
আর কত বল আঁধারে জেগে-
একা ভালোবাসি?


নিদ্রা ভরা চোখ
আমি ক্লান্ত এ বেলায়,
আসিবে আবার স্বপ্ন খেয়া,
শুধু আসবি না তুই আমার মায়ায়,
পাবোনা বুঝি স্বপ্নেও তোর ছোঁয়া।


এক বার আয় শুধু এক বার,
ছুঁইয়ে দে,
শীতল কর মন খানি মোর,
ডাকিবো না আর,
এক ছোঁয়াতে দেখিবোনা কিছু
চলে যাবো দূর বহু দূর।