বৃষ্টি
মোঃ তাওহীদুল ইসলাম তুহিন  


আকাশের আজ মন খারাপ
মুখ করেছে ভার!
সহস্র ফোটায় কাদবে বলে
চারিদিকে অন্ধকার।


দিগন্ত জুড়ে মেঘ করেছে
আকাশ নেমেছে নিচে
ঝর ঝর ঝর ঝরছে পানি
নদী সাগর বিচে।


বৃষ্টি এলো, আকাশ জুড়ে
কাজ নেই কোনো রাজার,
সকাল বেলায় হাসি খুশি
হঠাৎ করেই বেজার।


(সংক্ষেপিত)