শীতের ভোরে ঘাসের ডগায়
শিশির হওয়ার স্বপ্ন দেখি,
পাখির ডানায় ভর করে
দু'জনে ভাসার স্বপ্ন দেখি।


টিনের চালে বৃষ্টির ফোটায়
রিমঝিম শব্দে স্বপ্ন দেখি,
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচব বলে স্বপ্ন দেখি।


আলতো হাতে হাতটি ধরে
রাস্তায় ঘুরার স্বপ্ন দেখি,
তোমার দেয়া হাজার দুখের
অশ্রু ফোটায় স্বপ্ন দেখি।


তোমায় নিয়ে রোজ রোজ
ভালোবাসার স্বপ্ন দেখি,
ছোট্ট কুটিরে দুজনাতে
ঘর বাধার স্বপ্ন দেখি।


ঘুমের ঘোরে তোমায় নিয়ে
সাদা কালো স্বপ্ন দেখি,
ভোরের আলোয় কল্পনাতে
হাজার রঙের স্বপ্ন দেখি।


আবার কবে হবে দেখা?
এই ভাবনায় স্বপ্ন দেখি,
তোমার নিয়ে হাজার স্বপ্ন
স্বপ্ন দেখাও স্বপ্ন দেখি।