হটাৎ করেই দেখি
এই শরতে প্রকৃতি ভিন্ন রুপ নিয়েছে
সারাদিন মুশল ধারে বৃষ্টি হচ্ছে,
শুকিয়ে যাওয়া এই শহর
অঝর ধরায় ভিজছে ।


থৈ থৈ এই বর্ষাই
চারিদিকে ভালবাসার চাষবাস বেড়েছে
কতজন প্রিয় মানুষ টির সাথে
বৃষ্টির জল গায়ে মাখছে ।


আর আমি প্রতিক্ষাই সেই বৃষ্টির
যে বৃষ্টি আমার শরীর বেয়ে অপমানের
অঝোর ধারা নামাবে
শুকিয়ে যাওয়া রক্ত দাগ
রক্ত ফোটায় ভিজতে থাকবে।


আর আমার প্রতিক্ষা সেই বৃষ্টি ক্ষণের
যেদিন রিস্কশাঅলা টার মাথাই
পেছনে বসা মাকাআপ মাখা মেয়েটি ছাতা ধরবে,
ফুল হাতে কাঁপতে থাকা শিশুটির মাথা
প্রাইভেট কারে থাকা লোকটা মূছিয়ে দিবে ।


আমি প্রতিক্ষাই সেই বৃষ্টির
যেদিন সারা শহর জুড়ে
প্রচন্ড এক বৃষ্টি হবে
একই ছাদের তলায় এসে
ধনী গরীব সবাই কাঁপতে থাকবে।


আমি প্রতিক্ষাই সেই বৃষ্টির দিনের
যেদিন অবহেলায় স্বপ্ন যত
পিষে গেছে বুটের তলে,
সে সব আবার প্রাণ ফিরে পাবে
ভীষণ রকম বৃষ্টিজলে।
আমি প্রতিক্ষাই থাকি
কবে সেই বৃষ্টি হবে?
যেদিন এই শহরের সব জঞ্জল ধুয়ে মুছে নিয়ে যাবে ?
সারা শহর ধ্বংস হবে,ধ্বংস হবে সব অহংকার
বৃষ্টির জলে নতুন করে সবকিছু সৃষ্টি হবে।