ভোরের স্নিগ্ধ আলোই প্রথম দেখা ছোট্ট সেই রুপবতী,তুমি অন্য আর কেউ নয় আমার মেঘবতী।
আছে কি লোচন গুলো আগের মত, যেখানে উত্তাল ঢেউ করিত খেলা??
অপলকে তাকিয়ে থাকিতাম  ভাসিয়েছি প্রেমের ভেলা।
নিদ্রা যখন ভিড়ে চোখে দেখি তোমার প্রতিচ্ছবি,কল্পনাতে যেমনতেমন বাস্তবে সেই মেঘবতী।


কর্মব্যস্ত যান্ত্রিক জীবনে শুধু তোমায় মনে পরে!  যদিও তুমি থাকো আমার দৃষ্টির অগোচরে।
আমার সাদা কালো জীবন দর্পণে রঙ্গিনের ছাটা শুধু হে তুমি রূপবতী,
আমার প্রতিটা দীর্ঘ শ্বাসে শুধুই তোমার প্রতিধ্বনি  হে আমার মেঘবতী।


সকাল টা যেমন সত্য সবার সন্ধ্যেটাও তেমন, তোমার মাঝে আমায় খুঁজি জনম -জনম!!
ভালো আমি বাসি তোমায় আমার চেয়েও বেশি,  জীবন আমি ধরবো ওগো তোমার জন্যে বাজী।
ফুরিয়ে যাবে ভালবাসা যেদিন যাব শবে, তুমি কি রাখবে জরিয়ে ভালবাসার চাদরে?
হৃদয় বাগানে ফুটিয়েছি ফুল তোমার নামটি করে,জানতে আমার সাধ জাগে তুমিও কি ভালবাস আমারে???


সহযোগীতায় : এস,এম ইমরান