কিছু অনিচ্ছা , কিছুটা সময় যোগাযোগহীনতা
শুধু তাই নয়, তোমার ক্রমাগত অবহেলা আর নিষ্ঠুরতা
প্রতিবার আমার আশার ক্ষীণ প্রদীপ নিভিয়ে দেয়া
নতুন করে বোনা সপ্ন দুমড়ে মুচড়ে একাকার করে দেয়া
ক্লান্ত আমি যখন একটু শান্তির খোঁজে  নেশায় মাতাল
তখন তুৃমি কেবল আমার  ধংস লীলায় উন্মুক্ত বেতাল।


অতঃপর পেলাম যদি তোমার দুস্পপ্র মনের ঠিকানা।
নতুন করে আবার আমার তোমায় নিয়ে স্বপ্ন বোনা।
হয়তো জীবনের সবচেয়ে সময়গুলো ভাল কাটছিল
হটাৎ অজানা কারনে স্বপ্ন গুলো ভেংগে গেল।


আজ জানতে খুব ইচ্ছে করে,
কেন ভালবাসার অভিনয় করেছিলে?
কেন আমাকে একটা বার দেখার জন্য ছুটে এসেছিলে?
কেন নির্জনে নিজেকে আমাতে বিলিয়ে দিয়েছিলে?
কেন তোমার ভালবাসার চাঁদরে আমাকে জড়িয়েছিলে?


জানি এগুলোর উওর তোমার জানা নেই!
হয়তো আমাকে ছেড়ে যাওয়ায় তোমার কোন হাত নেই
হয়তো আমাকে ছাড়া তুৃমি অনেক ভাল আছো
হয়তো আগের মত সারাক্ষণ আমাতেই ডুবে আছো
আমার অজানা তোমার বর্তমান দশা


কিন্তু কি জানো?
ভােবেছিলাম তোমাকে ছাড়া
হয়তো বেঁচে থাকা যাবেনা,
কিন্তু এখন তোমাকে আমার
খুব বেশি  মনে পড়েনা।


সম্পূর্ণ করার স্বপ্নে তুমি করেছিলে আমায় বিভোর,
তারপর স্বপ্নগুলোকে তুমি নিজ হাতে দিলে কবর।
আমি তখন শতব্যাস্ত, তোমাকে ফেরানোর চেষ্টায়,
বুঝেছি এখন আমার সকল প্রচেষ্টায় ছিল বৃথায়।


অভিমানের বন্ধ দরজাই এখন নাড়েনা কেও কড়া
এখনো অপেক্ষা আমার হয়তো দিবে মোরে সাড়া;


রচনাকাল :
০৩-১০-২০১৭