তোমাকে ছুঁয়ে দেখিনি,
তোমাকে বলে দেখিনি,
তুমি সুন্দর, তোমার ওই
চোখ  কালো রাতের আকাশে
রক্তিম চিতার মতো মায়াবি।

তুমি কি জানো?
ওই ছায়ার ও পিছে
লুকিয়ে আছে হাজারো
মুগ্ধতা।

সকালের আলো যেমন
মুগ্ধ  করে প্রকৃতি,
তেমনি মুগ্ধ করে আমাকে ওই
চোখ দুটি।

দিন শেষে যখন রাত
নেমে আসে,

তখন তোমাকে নিয়ে ভাবার,
আরও একটি সময় চলে আসে।

শূন্য মনে যখন বসি একা
কে যেন হইচই করে বসে।

তুমি কি হবে আমার,
জোসনা রাতে পথ চলার
সঙ্গী?

মেঘলা রাতের আকাশে
যেমন চাঁদ দেখা যায়,
তেমনি শীতের সকালের
কুয়াশায় আমি তোমাকে দেখতে চাই।