কিছু হারানো গল্পের মেলায় এসেছি,
যাতে কিছু লেখা ছিলো শুনেছি।

যদি কখনও ফিরে পাই সেই লেখা গল্প গুলো
আমি আবারও লিখবো কিছু।

শোনাতে চাই কিছু,
বলতে চাই কিছু।

মনে আছে সেই সাদা গোলাপ
যা তুমি হাতে নিয়ে ঘুরেছিলে কিছু মিছে পথ।

যে হেঁটেছিল মিছে পথ
সে এখন গোপনে রয়,
রয় শুধু তার মিছে পথ।

আমি সে পথের সুর খুঁজি,
গল্প আর হাতে পাই না।

তবে জমতে থাক নিখোঁজ গল্প।