রক্তের ধারা অব্যাহত,
শরীরে জমে থাকা সুরা আজ খুঁজে নিয়েছে
তার নিষ্ক্রমণের পথ,
সঙ্গী করেছে মানুষের ছোবল, ব্যর্থ প্রেম,স্বজন হারানোর যন্ত্রণাকে।


অসাড় হয়ে আসা কান শ্রবণ করে অমৃতবাণী,
সময় ফুরিয়ে এসেছে।।


অমরত্বের আকাঙ্খায় কাঙ্খিত হইনি কোনোদিন,
বর্জন কে দূরে সরিয়ে গ্রহণ করেছি শুধু,
তাই তোমায় ছাড়ি, কি বা অজুহাতে!
আর কেন, সময় যে ফুরিয়ে এসেছে।।


ধর্মের গন্ধ মাখানো হরির ধ্বনি,
চোখের জলে নয় !
প্রভাতের নতুন আলোয় তোমার আমন্ত্রণ রইলো,
আমার নতুন জীবনের পথে।।