ঐযে তোমার ঠোঁটের পাশে -ছোট্ট-খানি তিল
ওটাই আমার বোটানিক্যাল, ওটাই হাতিরঝিল !
ঐযে তোমার নাকের ওপর - বিন্দু জমা ঘাম
ওটাই আমার ঢাকেশ্বরী, ওটাই স্টেডিয়াম !
ঐযে তোমার খোপার ভেতর - বাধ্য চুলের জোট
ওটাই আমার প্যারেড গ্রাউন্ড, ওটাই এয়ারপোর্ট !
ঐযে তোমার কানের গায়ে - কানের দুলের ফুটো
ওটাই আমার ধানমন্ডি, নতুন পুরান্ দু'টো !
ঐযে তোমার কালি পড়া - ব্যাকুল চোখের কিনার
ওটাই আমার রায়ের বাজার, ওটাই শহীদ মিনার !
কপাল ঘেষে ছোট্টবেলার - গভীর ব্যথার দাগ
ওটাই আমার শাপলা মোড় আর, ওটাই শাহাবাগ!