আসরের কবি ১


(১) অনিরুদ্ধ বুলবুল
'অনিরুদ্ধ বুলবুল' আসরের কবি-
স্বপ্নছন্দে লিখে যান কাব্যকথা ছবি।
কবিতা লেখাই তার আজ ধ্যানজ্ঞান
গ্রন্থাদি প্রকাশ করে পেয়েছে সম্মান।
সকলের প্রতি তার প্রেম ভালোবাসা-
আসরের কাব্যগুণ তার যে প্রত্যাশা!


(২) দীপঙ্কর বেরা
আসরের অন্য কবি 'দীপঙ্কর বেরা'
ষোলো শ' কবিতা লিখে আসরের সেরা।
চাকরির পাশাপাশি কাব্যচাষ তার
ময়নাতে জন্মস্থান, আজ হাওড়ার।
সুখ, ভালোবাসা আর মানুষের ভয়-
সব লিখেছে্ন তিনি কবিতা কথায়।


(৩) কবি সাকিব জামাল
'কবি সাকিব জামাল' আছেন আসরে-
প্রতিদিন লেখে কাব্য আসরের তরে।
সাময়িক বিষয়েতে তার লেখা আছে,
সব কপি রেখে দেন আপনার কাছে।
বছর চারেক হল আসরেতে তিনি
সমতার বিশ্ব দেখা স্বপ্ন প্রতিদিনই।


(৪) নিখিল বিশ্বাস
আসরের নতুন কবি 'নিখিল বিশ্বাস'
আলোচনা পাতাতেও ধরেছেন রাশ!
অবসর নিয়েছেন চাকুরির থেকে
কবিতা চর্চা করেন অবসর ফাঁকে।
কবিতার আলোচনা সব বিতর্কিত-
আসরে কবিতা লেখে আজ নিয়মিত।


(৫) শাহানারা রশিদ
'শাহানা(রা) রশিদ' দিদি কবিতার প্রাণ-
মাঝেতে কাব্য পাতায় কাব্য লিখে যান!
কাপড়েতে নক্সা আঁকে আর কবিতায়-
সাহিত্যে দখল আছে, জন্ম কুষ্টিয়ায়।
বাস্তবের কথা কিছু করে অনুভব-
কবিতা আসরে লেখে একদিন সব।


(৬) আর্যতীর্থ
আসরে প্রিয় ডাক্তার নেই অন্য স্বার্থ;
কবিতা আসরে এসে তিনি 'আর্যতীর্থ'।
একদিকে গুরু কাজ পেশায় সার্জেন-
নিয়মিত এসে তিনি কবিতা লেখেন।
প্রতিবাদী কাব্য তার বাস্তবের গল্প
দু'বছর আসরেতে সেও নয় অল্প।


আসরের কবি ২


(৭) কবীর হুমায়ূন
আসরের প্রিয়কবি 'কবী(র) হুমায়ূন'
কবিতাচর্চাতে জানি তার আছে গুণ।
নিয়ম মেনে লেখেন জানে ব্যাকরণ-
কবিদের মাঝে তিনি অতি প্রিয়জন।
কবিতা ও আলোচনা সবেতেই জুড়ে-
'মাসিক আসর' বসে তার মীরপুরে।


(৮) সুদীপ তন্তুবায়
আসরের অন্য কবি 'নীল তন্তুবায়'
'সুদীপ' নামেতে তিনি যে শিক্ষকতায়।
আসরে আছেন তাও ছ'বছর হল
বারো শ' কবিতা লিখে রেকর্ড করিল।
কবিতার কথা আর ভাবনা বিষয়-
কাব্যগুণ ভরা থাকে কবিতাখাতায়।


(৯) রহমান মুজিব
'র(হ)মান মুজিব' কবি আসরে নূতন-
নিভৃত মনেতে তিনি করে বিচরণ।
সাহিত্যকে ভালোবাসে ছড়া-ছন্দ-পদ্যে
গল্প প্রবন্ধ লেখেন তিনি কালেভদ্রে।
অনেক পুস্তক তার হয় প্রকাশিত-
বর্তমানে আসরেতে তিনি নিয়মিত।


(১০) লক্ষ্মণ ভাণ্ডারী
ছন্দ মেনে লিখে যান 'লক্ষ্মণ ভাণ্ডারী'
পরমপিতার নামে কাব্যের কান্ডারী।
চার বছর হয়েছে আসরেতে বাস
আসরেতে মধুকাব্য করেছে প্রকাশ।
নদী-ঢেউ-মাঠ-ঘাট এই দিয়ে শুরু
কবিতায় শ্রদ্ধা দিই, বলি 'জয়গুরু'।


(১১) মৌটুসি মিত্রগুহ
'মউটুসি মিত্রগুহ' আসরেতে প্রিয়,
'কেতকী' নামেতে তিনি বড়ো শোভনীয়।
আসর কবিতা মাঝে নিবেদিত প্রাণ-
আসরের প্রিয়কবি করি অনুমান।
সহজ মনেতে লেখে সহজ ভাষায়-
প্রতিদিন চেয়ে থাকি কবিতা আশায়।


(১২) অ জানা (অমিত জানা)
আসরে নতুন কবি নামটি 'অ জানা'
ক'দিনেই লিখেছেন কাব্য তেরোখানা।
বাস্তবকথাতে কাব্য লেখে আজ তিনি
কিছুদিনে হয়ে যাবে কাব্যশিরোমণি।
'রামধনু' বই তার হয় প্রকাশিত
নানাবর্ণে সাজিয়েছে সুবর্ণ বৈচিত্র্য।


আসরের কবি ৩


(১৩) অজিতকুমার কর
অজিতকুমার কর আসরের কবি-
কবিতায় এনেছেন প্রভাতের রবি।
পাঁশকুড়া বাড়ি তার পেশা অধ্যাপক
কবিতা লেখার প্রতি উৎসাহ ঝোক।
সাত শ' কবিতা আজ আড়াই বছরে-
বর্তমানে কাব্য তার জীবনের তরে।


(১৪) শ. ম. শহীদ
শ. ম. শহীদ লেখেন কবিতা আসরে-
বুকভরা ভালোবাসা আসরের তরে।
লালমনিরহাটে বাড়ি বাংলাদেশে-
ব্যবসা পেশা হলেও কাব্য ভালোবেসে।
নাগরিক অধিকার কবিতায় সদ্য
মাঝে মাঝে লিখেছেন ছড়া ভরা পদ্য।


(১৫)শাহিন আলম সরকার
কবিতায় সরকার শাহিন আলম-
নীরবেতে কাব্য লেখে কথা বলে কম।
অধ্যয়নরত তিনি কবিতা নেশায়-
প্রতিদিন আসরেতে উঁকি দেয়া চায়।
সুপাঠ্য কবিতা আজ এই আসরেতে-
পাঁচ শ' কবিতা পড়ি উৎসাহে মেতে।


(১৬) রনজিত মাইতি
কবিতার পাশাপাশি মন্তব্যের প্রতি
বিশেষ উল্লেখ্য আজ রঞ্জিত মাইতি।
নিজে লেখে আসরেতে, অপরে পড়েন-
মন্তব্য ঘরেতে গিয়ে সবেতে লেখেন।
বিভিন্ন বিষয়ে তার কবিতায় স্পর্শ
একবছর একমাসে কবিতা চার শ'।


(১৭) রুনা লায়লা
রুনা লায়লা-য় মজে কবিতা আসর
কবিতাকে ভালোবাসে কবিতা দোসর।
কঠিন বিভাগে তিনি আজ কর্মরত-
তার মাঝে কাব্যকথা হয় প্রকাশিত।
বাস্তবের কথাতেই কাব্য লিখে যান-
কাব্যপাঠে সম্মিলনে সবেতেই প্রাণ।


(১৮) সুজিতকুমার বিশ্বাস
(এই অংশটি কবি লক্ষ্মণ ভাণ্ডারীর লেখা।)


"নদীয়া জেলায় গ্রাম পায়রাডাঙায়,
কবি সুজিত বিশ্বাস থাকেন সেথায়।
কবিতা লেখার শখ লিখেন সতত,
আলোচনা বিভাগেতে সদা হন রত।
ইষ্টপ্রাণ গুরুভ্রাতা ধার্মিক পরম,
'জয়গুরু' বলি তারে করি সম্বোধন।"


আসরের কবি ৪


(১৯) খলিলুর রহমান
কবিতার স্রোতে আজ অতি বহমান-
আসরের প্রিয় 'খলিলুর রহমান'।
মুজিবনগরে জন্ম, আজ অস্ট্রেলিয়া
বাউলচেতনা সাথি কবিতার প্রিয়া।
ধর্ম রাজনীতি আর সমাজ কথন
ভাষাছন্দে লিখে যান কবি প্রিয়জন।


(২০) স্বপন গায়েন
'উদয়ন কবি' আজ 'স্বপন গায়েন'
তিনটি বছর হল আসরে আছেন।
এর মাঝে পেয়েছেন কত ভালোবাসা-
স্বপ্নছন্দে লিখে যান কবিতার ভাষা।
সাত শ' পঞ্চাশ কাব্য করে বিচরণ
আসরেতে কবিদের তিনি সুধীজন।


(২১) রেজাউল রেজা
রেজাউল ইসলাম, ডাক নামে 'রেজা'
গণিতের ছাত্র তিনি কবিতায় ভেজা।
কবিতা প্রকাশ হয় নানা পত্রিকায়-
কবিতা লিখতে আজ তার মন চায়।
তিনমাস এসেছেন আসরে এখন
এক শ' কবিতা সেথা নবীন লেখন।


(২২) মূলচাঁদ মাহাত
পুরুলিয়া(র) কবি তিনি 'মূলচাঁদ মাহাত'
কবিতা আসরে এসে পাঁকালেন হাত।
এমএ পাশ ব্যবসায়ী কবিতায় মন-
বাস্তব বিষয়ে তার কবিতা লেখন।
কবিতায় তিনি আজ কাব্য ভালোবেসে-
কিছু বা আলোচনায় আসে অনায়াসে।


(২৩) দীপ্তি রায়
আসরের অন্য কবি, কবি 'দীপ্তি রায়'
বাংলা আসরে তিনি মৃদু মহিমায়।
দেখতে দেখতে তাও চারশত পার
ঘরেতে নানান কাজে কবিতায় ধার।
ধর্মকর্ম ছড়াছন্দ কবিতার মূল
কবিতার মাঝে তার বন্দনার ফুল।


(২৪) বালুচর
এমদাদুল হক আজ প্রিয় 'বালুচর'
ছড়াছন্দে মাতিয়েছে কবিতা আসর।
পেশায় আইনজীবী, লেখালেখি নেশা
লেখাতে আনন্দ তার লেখা মেলামেশা।
সাময়িক বিষয়েতে কবিতা ঝুলিতে
মাঝে মাঝে সুর দেন গানের কলিতে।


আসরের কবি ৫


(২৫) পল্লব আশফাক
কবি, কবিতার পথে ঘোরালেন বাঁক
আসরের শিরোমণি 'পল্লব আশফাক'।
এই সাইটখানির তিনিই জনক;
কবিতাকে ভালোবেসে আজিকে রক্ষক!
'রাঙামাটি' জন্ম তার আজ ফ্লোরিডায়-
সুন্দর আসরখানি কুশল ইচ্ছায়।
'শতরূপে ভালোবাসা' আর 'স্বপ্নপাখি'
সেই সূত্র পথে আজ চলে লেখালেখি।
বেড়েছে আসর আজ বাড়ে প্রতিদিন-
সুস্থ সমাধান করে প্রিয় এডমিন।
নানান কাজের মাঝে সময় যে কম;
একমাত্র ব্রত তার আসর সম্ভ্রম!


(২৬) শিমুল শুভ্র (উদ্যমী কবি)
আসরে 'উদ্যমী কবি' হে 'শিমুলশুভ্র'
কাব্যিকতা চর্চাতেই তুমি পুষ্পঅভ্র।
নোয়াখালি জন্ম তব, আজ আবুধাবি;
সাহিত্যের আকর্ষণ লেখালেখি সবই।
পাঁচ বর্ষ তিন মাসে পাঁচ শ' কবিতা
'দুই মোহনায় আমি' প্রিয় কাব্যিকতা।


(২৭) মোঃ আরিফ হোসেন সর্দার
কবিতা লেখে 'সর্দার আরিফ হোসেন'
পেশা তার কবি-নেতা অনেক বোঝেন।
বাংলাদেশের কবি চাঁদপুরে বাস
এই আসরেতে আজ দু বছর মাস।
প্রেম ভালোবাসা আর সেই দিনগুলি
ক্যানভাসে কাব্য লেখে সাথে রং তুলি।


(২৮) মনোজ ভৌমিক
'দুর্নিবার কবি' তিনি 'মনোজ ভৌমিক'
কবিতায় কথা আছে ভাষা ঠিক ঠিক।
প্রতিবাদ কবিতায় সময় চিন্তন-
নতুন দিনের সাথি আর বিবর্তন।
দাসপুরে জন্ম তার, থাকে বরোদায়
মন্তব্য দিয়ে থাকেন অন্য কবিতায়।


(২৯) আফরিনা নাজনীন মিলি
আসরের মিলি দিদি 'আফরিনা নাজনীন'
আসরকে ভালোবাসে লেখে প্রতিদিন।
দুই কন্যার জননী সক্রিয় সেবক;
বাসা, পেশা, কোয়ান্ট্রাম, জীবনে লেখক।
সেবা ধর্ম লেখা কর্ম মানুষের কাছে;
সাড়ে পাঁচ শ' কবিতা আসরেতে আছে।


(৩০) মোনায়েম সাহিত্য
সাহিত্য পথেতে আজ তিনি 'মোনায়েম'
'চিন্ময় কবি' রূপেতে আসরে পেলেম।
ইংরাজি সাহিত্যের তিনি গবেষক-
নানা গ্রন্থ প্রকাশিত, হয়েছে লেখক।
'কথা অমৃত' এখন প্রতিদিনে লেখা-
পাঁচ শ' সত্তর মাঝে পাই তার দেখা।


আসরের কবি ৬


(৩১) প্রণব মজুমদার
'প্রণব মজুমদার' আসরের কবি-
পাঁচটি বছর ধরে লিখে গেছে সবই।
আজ অবসরপ্রাপ্ত কবিতায় বাস
কবিতা জীবন তার কাব্য অধিবাস।
ভিন্ন স্বাদের কবিতা লিখেছে আসরে-
আলোচনা পাতাতেও নীরবে সাদরে।


(৩২) সৌমেন বন্দ্যোপাধ্যায়
আসরে 'পীযূষ কবি' 'সৌমেন ব্যানার্জি'
কবিতার আন্দোলনে ভীষণ এনার্জি।
কবিতাকে ভালোবাসে আবৃত্তি ও গানে
কাব্যমাঝে আমন্ত্রিত শিল্পী বর্তমানে।
তিন বছর আসরে তার কাব্যচাষ
আসরের প্রিয় কবি ধরে কিছু মাস।


(৩৩) আজগর আলী
কবিতা আসরে প্রিয় 'আজগর আলি'
আজকে ঢাকায় থাকে, জন্ম নোয়াখালি।
আট মাস আসরেতে দু শ' কবিতায়-
দর্শন কবিতা লেখা, কবিতা কথায়।
কবিতা লেখেন তিনি তবু কবি নয়!
মুক্তির মিছিল মাঝে হোক পরিচয়।


(৩৪) বিভাংশু মাইতি
'বিরহ মধুর ক্ষণে' 'বিভাংশু মাইতি'
সবাকার কথা লেখে 'কৃপাকণা' ইতি।
উচাটন মন তার ধন্য এ জীবন
কবিতা আসরে তার মৃদু বিচরণ।
চার বছর আসরে দু শ' কবিতায়;
'স্মৃতিরেখা' আর ছন্দে গেঁথেছে কথায়।


(৩৫) সংহিতা
আসরে কবিতা লেখে প্রিয় 'সংহিতা'
চেনা শোনা নাই তবু হৃদয়ের মিতা।
পনেরোটি মাস হল কবিতায় আছেন
নারীর গোপন কথা কাব্যেতে লেখেন।
ঈশ্বরীয় প্রেম তার আর ভালোবাসা
আগামীতে কবিতায় তিনি প্রিয় আশা।


(৩৬) রক্তিম
নদিয়ায় জন্ম তার কাব্যিক 'রক্তিম'
মনে প্রাণে বাঙালি সে কবিতা অসীম।
কাব্য-গান ভালোবাসে কথা বলে কম
মাছে ভাতে থাকে তিনি প্রিয় অনুপম।
কবিতার পাশাপাশি লেখে গীতিকাব্য
দু শ' কবিতা আসরে তাই নিয়ে ভাবব।


আসরের কবি ৭


(৩৭) অনুপ মজুমদার
'অনুপ মজুমদার' আসরেতে দক্ষ
সময়ের কাব্যচর্চা, তার প্রতি লক্ষ।
গণিতের অধ্যাপক আজ অবসরে-
দু' বছর হল তিনি কবিতা আসরে।
কবিতার পাশাপাশি চলে আলোচনা;
আসরের গুণমানে তিনি একজনা।


(৩৮) সুদীপ্ত বিশ্বাস
ছন্দ মেনে লিখে যান 'সুদীপ্ত বিশ্বাস'
নানাবিধ পত্রিকাতে তার বসবাস।
কবিতা যে প্রকাশিত নানা পত্রিকায়-
রানাঘাটে জন্মস্থান, থাকে নদিয়ায়।
কবিতার পাশাপাশি ছন্দ-আলোচনা;
চার বছর আটমাসে কবিতায় সোনা।


(৩৯) জসীমউদ্দীন মুহম্মদ
আসরের 'বোদ্ধাকবি' 'জসীমউদ্দিন'
'মুহম্মদ' পদবিতে আছে বহুদিন।
পরিচয়- কবি, তিনি কথাসাহিত্যিক;
বারো শ' কবিতা তার আছে ঠিক ঠিক।
নানা বিষয়েতে আছে কবিতা যে তার-
কত গান গেয়েছেন 'জল পিপাসা'র।


(৪০) গৌরাঙ্গসুন্দর পাত্র
'গৌরাঙ্গসুন্দর পাত্র' প্রিয় তার মন,
আসরের পরিচিত তিনি একজন।
সাড়ে তিন বর্ষ হল আসরে আছেন;
নীরবেতে প্রায়শই কবিতা লেখেন।
মাঝে মাঝে কবিতায় আসরের সেরা
জীবন মৃত্যুর মাঝে কাব্যপ্রেম ঘেরা।


(৪১) ড. শাহানারা মশিউর
'শাহানারা মশিউর' আসরের কবি
নিভৃতে লিখে রাখেন মহাকাশ ছবি।
চাঁদপুরে জন্ম তার, আজ অস্ট্রেলিয়া
গবেষক বিজ্ঞানী সে ভাবিয়া ভাবিয়া।
বারোমাস হতে গেল আসরেতে বাস
বাষট্টি কবিতা তার আসরে প্রকাশ।


(৪২) তরুণকান্তি
আসরে 'তরুণকান্তি' কবিতার প্রাণ
আসরে প্রবেশ করে প্রতিভা দেখান।
একমাসে সেরা কবি কবিতা আসরে;
কবিতায় ভাষা আছে কথা দৃঢ় স্বরে।
প্রোফাইলে তথ্য নেই সবই অজানা
প্রিয় কবি করে দিন, কিছু সম্পাদনা।


আসরের কবি ৮


(৪৩) গোপাল চন্দ্র সরকার
বাংলাদেশে জন্ম তার 'গোপাল সরকার'
'কিনূভূষণ' 'কামিনী'-র বড়ো উপহার।
'তেপ্পান্ন সালেতে জন্ম আজ অবসরে-
ব্যঙ্গসুরে কাব্য তার কবিতা আসরে।
চারখানি গ্রন্থ তার হয় প্রকাশিত;
পাঁচশ' কবিতা মাঝে আজ সুভাষিত।


(৪৪) মণি জুয়েল
'মণি জুয়েল' আসরে ডিজিটাল কবি,
নানা ওয়েবসাইটে লেখা আর ছবি।
সঙ্গীহীন, প্রেমময়, 'ফিলোস' সাহিত্যে-
লিখে যান প্রিয় কবি পথে যেতে যেতে।
তিন বর্ষ আট মাস আসরেতে আজ
পাঁচশ' কবিতা শেষে আছে নানা সাজ।


(৪৫) মো. আব্দুল কাদের
প্রধান শিক্ষক তিনি 'আব্দুল কাদের'
বর্তমানে প্রাণপ্রিয় এই আসরের।
সাতমাস হল তিনি আসরে বিরাজ
মায়াছন্দে কাব্য তার সুস্থতা সমাজ।
ধর্ম-কর্ম, প্রেমপ্রীতি, আর প্রতিদান;
সবে মিলে কাব্য লিখে আসরে মহান।


(৪৬) স্বপনকুমার দাস
কবি 'স্বপনকুমার' সবাকার ছাত্র
আসরেতে কাব্য লেখে শেখে দিবারাত্র।
আসরে আছেন তাও দু' বছর হল
অনুবাদ, ছড়া-ছন্দ প্রকাশ করিল।
মুরশিদাবাদে জন্ম আজ শহরেতে-
ভালোবেসে আজ বাস এই আসরেতে।


(৪৭) রীনা বিশ্বাস (হাসি)
আসরেতে 'হাসি'খুশি এ 'রীনা বিশ্বাস'
এক বর্ষ, দুই মাস আসরেতে বাস।
কলেজ জীবন থেকে লেখে পত্রিকায়
সুনিপূণ গৃহবধূ সাহিত্যচর্চায়।
গল্পকথা, উপন্যাস, বাউল-ভজন;
সবেতেই আছে তিনি আলোক সুজন।


(৪৮) কালকেতু
আসরে 'দুর্জয় কবি' নাম 'কালকেতু'
নানা কাব্যে বেঁধেছেন আসরের সেতু।
প্রোফাইলে ছবি নেই, তথ্যও অজানা;
এর মাঝে কাব্য তার প্রায় দু' শ' খানা।
ভাবুক প্রকৃতি তার করেছেন জয়
আসরেতে তাই তিনি সুপ্রিয় 'দুর্জয়'।


আসরের কবি ৯


(৪৯) সহিদুল হক
আসরের প্রিয় কবি 'সহিদুল হক'
কবিতা লেখার মাঝে সাধু বিবেচক!
চারবর্ষ দশমাস আজ আসরেতে-
কবিতার পাশাপাশি যে আলোচনাতে।
কবিতাকে ভালোবেসে সব লেখা তার
'লিমেরিক' সাথে নিয়ে চারশত পার।


(৫০) সোমাদ্রি
'পঁচাশিতে জন্ম তার, জন্ম কোলকাতা;
ভাষা শ্রমিক হয়েও বাংলা কবিতা।
'সোমাদ্রি' নামেতে তিনি সাত বছরেতে-
তেরশ' কবিতা লেখা আজ নীরবেতে।
কবিতা লেখেন শুধু, মন্তব্যেতে নয়;
আমৃত্যু লিখে যাবেন এই পরিচয়।


(৫১) শাজাহান কবীর শান্ত
প্রিয় আসরে 'কবীর শাজাহান শান্ত'
কবিতা লেখার মাঝে দেখান কৃতিত্ব।
সাতক্ষীরা জন্ম তার, আজ খুলনায়;
পাঠান্তেতে তিনি আজ এ শিক্ষকতায়।
সাড়ে তিন বর্ষ হল আসরে আছেন-
কবিতা লিখতে বসে বিষয় বাছেন।


(৫২) ডা. প্রদীপকুমার রায়
কবিতা আসরে 'রায় প্রদীপকুমার'
রচনাতে করেছেন কাব্য সুষমার।
'মুখ মুখোশে'র মাঝে 'মৃত্যু পরোয়ানা'
'স্মৃতিকথা' 'জন্মান্তর' কবিতা ভাবনা।
কুড়িমাস আসরেতে, প্রোফাইল শূন্য;
অমলিন ভালবাসা সহজেতে ধন্য।


(৫৩) রিঙ্কু রায়
আজ দেখি 'বেলাশেষে' কবি 'রিঙ্কু রায়'
কিছুদিন পরে আসে সেই মহিমায়।
মুরশিদাবাদ জন্ম, আজ কোলকাতা;
প্রিয় 'রবি' সাথে তার শিল্পী বাচিকতা।
স্মৃতিজ্বালা বুকে তার নিয়ত 'দহন'
বসন্তবাহার গেছে ছেড়ে প্রিয়জন।


(৫৪) মিলেটস
আসরের প্রিয় কবি 'প্রিয়ব্রত পাত্র'
'মিলেটস' নাম ধরে একবছর মাত্র।
বাঁকুড়াতে জন্ম তার, আজ দুর্গাপুর;
ডিজিটাল লেখালেখি কাব্যে ভরপুর।
ছন্দ সাথে লিখে যান তিনি মাঝে মাঝে
তার কাব্য পাঠ শেষে হৃদয়েতে বাজে।


আসরের কবি ১০


(৫৫) মো. আনোয়ার সাদাত পাটোয়ারী
'আনোয়ার পাটোয়ারী' 'মঞ্জুবাক কবি'
কবিতায় নেশা তার কবিতায় ছবি।
পাঁচটি বছর হল কবিতায় বাস,
আসরের প্রিয়কবি কবিতা সুভাষ।
'পথহারা' কাব্যধারা আজ বর্তমান
নয় শত কবিতায় আসর মাতান।


(৫৬) আবু কওছর
জগন্নাথপুরে জন্ম 'আবু কওছর'
অনেক সংগঠনে তিনি যে অন্তর।
সম্পাদক, প্রকাশক, সাহিত্যসেবক;
নানা কাজে থেকে তিনি প্রসিদ্ধ লেখক।
তিনমাস আসরেতে একশত নিয়ে
সাময়িক কবিতায় হৃদয় মিশিয়ে।


(৫৭) জাহিদ হোসেন রনজু
'খন্দকার মো. রনজু জাহিদ হোসেন'
কবিতাকে আজ তিনি ভালোটিবাসেন
মাণিকগঞ্জেতে জন্ম, ঢাকা কর্মরত;
এক বর্ষ আসরেতে আজ নিয়মিত।
'আসরের কবিবন্ধু' লেখে কবিতায়-
পরিচিত মুখ আজ আসর পাতায়।


(৫৮) সুমিত্র দত্তরায়
কবির আসল নাম 'সংকেত' জানি
'সুমিত্র' নামেতে তিনি আসরের মণি।
কত লেখা লিখেছেন পত্র-পত্রিকায়
আসরকে ভালোবাসে কাব্য মহিমায়।
দু বছরে আজ তার ছয় শ' কবিতা
'অনুকাব্য' সাথে তার কবিতার মিতা।


(৫৯) শ্রাবণী সিংহ
আসামেতে জন্ম তার 'গুয়াহাঁটি' আজ
'শ্রাবণী সিংহ' দেখি আসরের সাজ।
দু' বছর হল তিনি কবিতা আসরে-
প্রিয়জন হয়ে গেছে 'প্রান্তরেখা ধরে'
দেড়শ' কবিতা তার আসরে পেলেম
এ দহন কালে আজ তার 'বৃষ্টিপ্রেম'।


(৬০) শব্দ মাধুকরী
ছদ্মনামে লিখে যান 'শব্দ মাধুকরী'
ঢাকাতে থাকেন আজ পেশায় চাকরি।
সাত মাস আসরেতে প্রিয় মনে লেখা
একশ' কবিতা মাঝে পাই তার দেখা।
'ঘুরে ফিরে এক ছবি' 'তবু যেতে হবে'
'যাদুর পাথর চোখে' চোখেতে নামিবে।
            ----------