কত বৃষ্টি ঝরে গেল অবসাদ শেষে-
আমার একেলা ঘরে; উষ্ণ সমীরণ
মাঝে! একান্তে তাকেই করেছি বরণ,
আমাকে করেছে সিক্ত অপরাহ্ণ এসে।
দেখেছি সবুজ পাতা আপনার বেশে-
চোখের তারায় বৃষ্টি করে বিচরণ;
মলিন আলাপ দেখি মেখেতে তখন-
সকল সে শীতলতা আমাতেই মেশে।


কালো মেঘ সাদা হয়, দূরে তারা ভাসে-
আপন চোখেতে দেখি, মেলায় কখন!
আমার কবিতা ঘরে তারা ফিরে আসে
আমার এ শূন্য মনে তার নিমন্ত্রণ।
আঁধার মেলাবে শেষে আলো চারিদিকে
আমার ভাবনা ধন শুধু যাই লিখে।
          --------