তোমার চোখের 'পরে
চোখ রেখে গেছি আজ;
আহা! কী দেখেছি আমি
কী বা সে মোহিনী সাজ!


এত কাছে অজান্তেই
এসে গেছি এই আমি;
বুঝিনি তখন কিছু
সামনে কতই দামি।


তুমিও চেয়েছ মোরে
আড়ালে গোপনে প্রিয়;
সোহাগে সে মুখখানি
আমাতে নজর দিও।


কোন পথে যাবে তুমি
কোন পথে বসবাস;
তোমার রূপের কাছে
যদি থাকি বারোমাস!
      ------