মনে নেই বেচা কেনা, আলোভরা দিন-
জীবনের প্রান্তে এসে কাজ সমারোহ;
সব প্রেম হেরে যায়। স্বপ্ন অমলিন-
হঠাৎ এ জীবনে দেখি রঙিন বিদ্রোহ;
মনে আঁকা স্বপ্নগুলি যখন উধাও
বিকেলের উপকূলে! চুপচাপ ঢেউ
মনেতে রচনা আনে অন্যত্র কোথাও;
আমার হৃদয় 'পরে এসে গেছে কেউ।


আজ শুধু মনে করি- কে বা তাকাবার
আছে! ছবিচিত্রে আঁকা প্রণয়ের বেলা;
আমার আকাশপথ আজ হারাবার-
জানি ভুলিব না; এই ধরণির খেলা,
এই আলো,এই কথা শুধু স্বপ্ন আঁকে
ক্ষণিকের জলরঙে শপথটি রাখে।
           -----------


# সনেট