অসময়ে অবেলায় একদিন চলে
গেছ! পিছনেতে ফিরে দেখোনি আমায়;
সব ফুল ঝরে গেছে বৃক্ষ আঙিনায়-
একা একা চেয়ে আছি, বসে তরুতলে!
কঠিন সে অভিমান তুলেছ আঁচলে-
পিছুটান দূর করে কত ভাবনায়;
মিশে গেছ বহুদূরে, কথা সীমানায়-
আমি শুধু কেঁদে গেছি আঁখিতল জলে।


কানে আসে বিদায়ের সেই কথা-গান
দুই মনে ভালোবাসা কথকতা গড়ে-
নিরাশার আঁধারেতে আসে যে রজনি!
আমার এ নয়নেতে কত অভিমান;
তব নাম ধরে রাখি হৃদয়ের ঘরে-
দূরে যেয়ে ভুলে গেছ অনন্ত সজনি।
         ---------